নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলা এসএসসি পরীক্ষার কেন্দ্র অসদুপায় অবলম্বন করার দায়ে ৩ শিক্ষককে আটক করে সাজেক থানা পুলিশ সোপর্দ করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের অসদুপায় অবলম্বন (নকল) সরবরাহর দায়ে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুরেন্দ্র চাকমার ছেলে ও রুপায়ন চাকমা(৪৩), সহকারী শিক্ষিকা ও মো. ওয়াজেদ আলীর মেয়ে নুর আয়শা বেগম (৩৫) এবং মাচালং উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও মকুল কান্তি চাকমার ছেলে মিন্টু চাকমা (৪৫)।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা প্রশাসনে নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার।
এ সময় তিনি জানান, পরিক্ষার কেন্দ্র অসদুপায় অবলম্বন করার সময় সরেজমিনে ধরা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/০৪/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.