এইমাত্র পাওয়া

ফেসবুকে ট্রল নিয়ে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সং-ঘ-র্ষ

ঢাকাঃ ফেসবুকে ট্রল করাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও সিটি কলেজের মধ্যে সংঘর্ষ হয়েছে । এতে দুই শিক্ষার্থীর আহত হওয়ার খবর জানা গেছে।বুধবার(১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে রাজধানীর সাইন্সল্যাবে এ ঘটনা ঘটে। দু’পক্ষের মধ্যে ধাওয়া -পাল্টা ধাওয়া ও ইট পাটকেল ছোড়াছুড়ির কারনে কিছু সময় মিরপুর রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঘটনাস্থলে আইনশৃঙ্খলাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এই বিষয়ে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা হলে তারা বলেন, ফেসবুকে ট্রল করাকে কেন্দ্র করে ঢাকা কলেজের দুই শিক্ষার্থীকে সিটি কলেজের শিক্ষার্থীরা প্রথমে মারধর করে। এতে ঢাকা কলেজের দুই শিক্ষার্থী আহত হয়। এরপরই দুই কলেজের শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জানতে চাইলে সিটি কলেজের শিক্ষার্থী মুনতাহিন হাসান বলেন, গতকাল ঢাকা কলেজের দুই শিক্ষার্থী সিটি কলেজের ইন্টার ২য় বর্ষের এক শিক্ষার্থীকে মারধর করে। আবার আজকে ঢাকা কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় আমাদের কিছু বন্ধুবান্ধব কে মারধর করে ঢাকা কলেজে শিক্ষার্থীরা। এরপর তাদের সাথে আমাদের সংঘর্ষে লাগে।

নাম প্রকাশে অনিচ্ছুক সিটি কলেজের এক শিক্ষক বলেন, আমরা এখনো জানতে পারিনি কি নিয়ে এ সংঘর্ষ হয়েছে। তবে আমরা ঢাকা কলেজে শিক্ষকদের সাথে কথা বলে সমাধান করার চেষ্টা চলছে।

নিউমার্কেট থানার ওসি মোহসীন উদ্দীন বলেন, সিটি কলেজ, আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের ইন্টারের শিক্ষার্থীদের মধ্যে প্রায়ই বিভিন্ন ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলা তৈরি হয়। গত কিছুদিন ফেসবুকে কোন একটা বিষয় নিয়ে ট্রল হচ্ছিল বলে জানতে পেরেছি। এই ট্রল করা নিয়ে আজ সাইন্সল্যাব মোড়ে ঢাকা কলেজের দুই শিক্ষার্থীকে সিটি কলেজের শিক্ষার্থীরা মারধর করলে সংঘর্ষের সূত্রপাত হয়।

তিনি আরও বলেন, আমরা দুই কলেজের প্রশাসনের সাথে যোগাযোগ করেছি। বর্তমানে এই এলাকা পুলিশের নিয়ন্ত্রণে আছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/০৪/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading