এইমাত্র পাওয়া

“জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ: সংকট ও সম্ভাবনা” রচনা প্রতিযোগিতায় বিজয়ী যারা

এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে অনুষ্ঠিত “জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ: সংকট ও সম্ভাবনা” বিষয়ক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।

শনিবার (২২ মার্চ) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, নজরুল বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক শাহ বিলিয়া জুলফিকার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নবনিতা দাস রাখি। দ্বিতীয় স্থান অধিকার করেছেন এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সিরাজুম মনিরা। এছাড়া তৃতীয় স্থান অর্জন করেছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. নুরনবী।

এসম্পর্কে নবনিতা দাস রাখি বলেন, “এই প্রতিযোগিতায় আমি ১ম স্থান অর্জন করেছি৷ কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পর আমি অধীর অপেক্ষায় থাকি কখন তার ফলাফল প্রকাশিত হবে৷ যখন ফলাফলে আমার নাম দেখতে পাই তখন এক অদ্ভুত শান্তি আর ভালোলাগা কাজ করে। এই প্রতিযোগিতায় প্রথম হওয়া একটু বেশি স্পেশাল আমার কাছে৷ প্রতিযোগিতাটি যখন হয় তখন আমি সদ্য বিশ্ববিদ্যালয়ে উঠেছি। নতুন জায়গায়, নতুন অনুভূতি, বিশ্ববিদ্যালয় জীবনে ১ম প্রতিযোগিতা ও প্রাপ্তি সবসময় অমায়িক। এধরনের প্রতিযোগিতার আয়োজন করায় বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম নজরুল বিশ্ববিদ্যালয় শাখাকে ধন্যবাদ জানাচ্ছি।”

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, নজরুল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আলমগীর হোসেন বলেন, “বিজয়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিযোগিতায় বিজয়ীদেরকে বই পুরুষ্কার দেওয়া হবে। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও বুদ্ধিবৃত্তিক চিন্তার বিকাশ ঘটানোর জন্যই আমাদের এই আয়োজন। তরুণ লেখকদের গবেষণাধর্মী লেখালেখিতে উৎসাহিত করাই আমাদের লক্ষ্য। এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের বিশ্লেষণধর্মী ও চিন্তাশীল লেখার প্রতি আগ্রহী করেছে। ভবিষ্যতে এ ধরনের প্রতিযোগিতা আরও আয়োজনের পরিকল্পনা রয়েছে।”

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/০৩/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading