এইমাত্র পাওয়া

রাজধানীর নিউমার্কেটে ঢাকা কলেজ শিক্ষার্থীকে ছুরিকাঘাত

ঢাকাঃ রাজধানীর নিউমার্কেট সংলগ্ন আইয়ুব আলী কলোনিতে মোহাম্মদ তাওসিক আবিদ (২০) নামে এক ঢাকা কলেজের শিক্ষার্থী ছুরিকাঘাতে আহত হয়েছেন।

বুধবার (১৯ মার্চ) রাত ৮টার দিকে নিউমার্কেট থানা কাঁচাবাজার ইউনিটের বিএনপির সহসভাপতি মো. সানি (৩৮) নেতৃত্বের তিন শিক্ষার্থীকে মারধর ও ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিউমার্কেট থানায় জিডি করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী।

আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। আহত তাওসিফ আবিদ ঢাকা কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের ২৩-২৪ সেশনের শিক্ষার্থী। তার মাথায় ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। ঢাকা মেডিকেল থেকে ছাড়পত্র পেয়ে বর্তমানে তিনি মেসে বিশ্রামে রয়েছেন।

মারধরের শিকার আরেক শিক্ষার্থী মেহেদী হাসান। তার ফোন ও মানিব্যাগ সানি ও তার লোকজন ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।

আহত তাওসিফ আবিদ বলেন, আইয়ুব আলী কলোনির মালিক ভিলায় আমার বন্ধু স্বাধীন সাত তলায় থাকেন। এর পার্শ্ববর্তী বিল্ডিংয়ের থুতু ফেলাকে কেন্দ্র করে ৩-৪ জন বখাটে সাত তলা বরাবর ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে বখাটেগুলো সাত তলায় উঠে স্বাধীনের বন্ধু সাব্বিরকে পেটে লাথি মারে। ইফতারের পর আমরা ৫-৬ জন বন্ধু মীমাংসার জন্য ঘটনাস্থলে উপস্থিত হই। তখন সানি (৩০) নামের এক ব্যক্তি আমাদের হুমকি দেয়। কেন সাব্বিরকে লাথি মারা হয়েছে আমরা তার কারণ জানতে চাইলে তার (সানি) নেতৃত্বে ৩০-৪০ জন অতর্কিতভাবে আমাদের ওপর হামলা করে। সানি কোমর থেকে ছুরি বের করার সময় অনাকাঙ্ক্ষিতভাবে তার আঘাত লাগে। এসময় তিনি রেগে গিয়ে আমাদের ওপর হামলা করে।

তিনি আরও বলেন, আমার হাতের তালুতে ছুরি দিয়ে আঘাত করে এবং আমাকে লাঠি দিয়ে মাথা ও হাতে আঘাত করে। এছাড়াও বাকি লোকজন আমার শরীরের বিভিন্ন জায়গায় কিল ঘুষি দিয়ে মারতে মারতে ঢাবি শাহনেওয়াজ হলের কাছাকাছি বটতলার দিকে নিয়ে আসে। এছাড়াও আমার বন্ধু মেহেদির হাতে ছুরি দিয়ে আঘাত করা হয় এবং তার ফোন ও মানিব্যাগ নিয়ে যান। তারপর বটতলায় অবস্থানরত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও ঢাকা কলেজের কিছু ভাই আমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করে।

অপরাধীদের গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে নিউমার্কেট থানার ওসি মোহসীন উদ্দিন বলেন, ঘটনার পরে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। অপরাধীদের কাউকে খুঁজে পাওয়া যায়নি। অপরাধী যেই হোক তাকে গ্রেপ্তার করা হবে। অপরাধীদের ধরতে অভিযান চালানো হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২০/০৩/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading