এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো প্রতিবারের ন্যায় এবারের পবিত্র ঈদুল ফিতরেও বন্ধ হতে যাচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সদস্য সচিব ও দোলনচাঁপা হলের প্রভোস্ট লাইলী আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় হলের আবাসিক শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষ্যে আগামী ২৮/০৩/২০২৫ইং তারিখ হতে ০৫/০৪/২০২৫ইং তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল গুলো বন্ধ ঘোষণা করা হলো। আবাসিক শিক্ষার্থীদের ২৮/০৩/২০২৫ইং তারিখ সকাল ১০.০০টায় হল ত্যাগ করতে বলা হলো এবং আগামী ০৬/০৪/২০২৫ইং তারিখ সকাল ৮.০০ টা হইতে হলগুলো শিক্ষার্থীদের প্রবেশের জন্য খুলে দেওয়া হবে।
এর আগে গত ১৪ মার্চ রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চলতি মাসের ২৩ তারিখ থেকে আগামী মাসের ৩ তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা ও অফিস বন্ধের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকীকে আহবায়ক ও রেজিস্ট্রার দপ্তরের অতিরিক্ত পরিচালক খন্দকার নাজমুল হাসানকে সদস্য সচিব করে ছুটিকালীন সময়ে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার জন্য ৯ সদস্যের কমিটি গঠন করা হয়।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/০৩/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.