এইমাত্র পাওয়া

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘শিক্ষকদের ডোপটেস্ট করাতে চায় শিক্ষার্থীরা’

ময়মনসিংহঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আবাসিক হলগুলোতে অবস্থানরত শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের ডোপ টেস্টের আওতায় আনার দাবি জানানো হয়।

গতকাল রোববার (১৬ মার্চ) সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমকে পাঁচ দফা দাবি জানিয়ে স্মারকলিপি জমা দেওয়া হয়। সেখানে জুলাই আন্দোলনের সময় ছাত্রলীগ কর্তৃক আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা ও ভয় ভীতি প্রদর্শনের জন্য বিচার দাবি করা, বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা সেবা বৃদ্ধি করা, আবাসিক হলগুলোতে বিনামূল্যে ওয়াইফাইসহ বেশ কিছু দাবি জানানো হয়। 

উল্লেখিত দাবি পাঁচটি হলো:

১. জুলাই আগস্ট গণঅভ্যুত্থান চলাকালীন সময়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা- কর্মী কর্তৃক অভ্যুত্থানে অংশগ্রহণকারী সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা, প্রাণনাশের হুমকি, ভয়ভীতি প্রদানকারীদের বিচারের লক্ষ্যে একটি স্বতন্ত্র তদন্ত কমিটি গঠন করে অনতিবিলম্বে বিচার করে শাস্তি নিশ্চিত করতে হবে।

২. বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার ২৪ ঘন্টা খোলা রাখা ও অ্যাম্বুলেন্সের সংখ্যা বৃদ্ধি করতে হবে।

৩. সকল আবাসিক হলে ভাত-ডাল, ইন্টারনেট সংযোগ ফ্রী করতে হবে, হলের সীট ভাড়া ৫০টাকায় নামিয়ে আনতে হবে এবং শিক্ষার্থীদের উদ্যোগে মেস সিস্টেম অনতিবিলম্বে চালু করতে হবে।

৪. সকল আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদেরকে ডোপ টেস্টের আওতায় আনা এবং সকল শিক্ষক, কর্মকর্তা- কর্মচারীদেরেও ডোপ টেস্টের আওতায় আনতে হবে।

৫. দ্রুত খেলার মাঠ সংস্কার ও জিমনেসিয়াম চালুর ব্যবস্থা করতে হবে।

ডোপ টেস্টের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের এক আবাসিক শিক্ষার্থী বলেন, “এটি দারুণ একটি উদ্যোগ। এতে হলের পরিবেশও ভালো হবে। ক্যাম্পাসে মাদকের আড্ডা দূর হবে।’

তবে শিক্ষকদের ডোপ টেস্টের বিষয়ে স্মারকলিপি দেওয়ার কারণ জানতে চাওয়া হলে রাজু শেখ বলেন, “শুধু শিক্ষার্থীদেরই নয় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবাইকে ডোপ টেস্টের আওতায় আনা হলে মাদকমুক্ত ক্যাম্পাস গড়ে উঠবে বলে আমি মনে করি। আমাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন হবে আশা করি।”

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/০৩/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading