রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্রীড়াঙ্গনে শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো নতুন ইভেন্ট হিসেবে যুক্ত হচ্ছে আর্চারি খেলা। এ উপলক্ষে বাংলাদেশ আর্চারি ফেডারেশনের প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় সভা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (১৫ মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে খেলাটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব।
এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দিন ও অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দীন খান, আর্চারি ফেডারেশনের সাবেক সদস্য ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ফরিদুল ইসলাম, রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতেখারুল আলম মাসউদ, জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল, কোষাধ্যক্ষ আনিসুর রহমান ও কোচ মার্টিন ফ্রেডরিক।
আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল বলেন, ‘স্কুল পর্যায়ের শিক্ষার্থীরা আর্চারি খেলতে পারলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন পারবে না? সেই জায়গা থেকেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আর্চারি খেলা চালু করেছি। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও চালু করবো। চেষ্টা করবো দেশের সব বিশ্ববিদ্যালয়ে এ খেলা চালু করার।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ হাসান নকীব বলেন, দেশে আর্চারি খেলার প্রচলন বেশি একটা না থাকলেও আন্তর্জাতিক পরিমণ্ডলে এর ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশের শিক্ষার্থীরা বিশ্ব পরিমণ্ডলে আর্চারি খেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আর্চারি ফেডারেশনের সহযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনেও আজ থেকে আর্চারি খেলার যাত্রা শুরু হলো।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/০৩/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.