এইমাত্র পাওয়া

সাধারণ ও ইসলামি শিক্ষাবিদদের নিয়ে এনসিটিবি পুর্নগঠনের দাবি শিক্ষকদের

ঢাকাঃ একমুখী শিক্ষাব্যবস্থা চালু করা ও ইসলামি, জেনারেল শিক্ষাবিদদের সমন্বয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) পুর্নগঠন করার দাবি জানিয়েছে শিক্ষকরা। তারা বলেন, পাঠ্যবই থেকে অনৈসলামিক বিষয় ও বিপজ্জনক দিক পরিহার করতে হবে। শিক্ষা সংস্কার কমিশন গঠন করা জরুরি প্রয়োজন। এ ছাড়াও, পাঠ্যক্রমের সংকট নিরসনের জন্য ৬ দাবি তুলে ধরেন শিক্ষকরা।

শনিবার (১৫ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে বৈষম্যবিরোধী শিক্ষক-কর্মচারী জোটের ব্যানারে আয়োজিত এক আলোচনা সভায় এসব দাবি তুলে ধরেন শিক্ষক নেতারা।

এ সময় শিক্ষকরা আসন্ন ঈদে শতভাগ উৎসব ভাতা, সরকারি নিয়মে বাড়ি ভাড়া ও মেডিক্যাল ভাতা, সর্বজনীন বদলি জনিত সুবিধা, ইবতেদায়ির নীতিমালা দ্রুত বাস্তবায়ন করে ইবতেদায়ি শিক্ষা জাতীয়করণ, ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা, শিক্ষক প্রশিক্ষণ কলেজসহ অবসরের ৬ মাসের মধ্যে অবসর ও কল্যাণের টাকা দেয়ার দাবি জানান।

তাদের দাবিগুলো হচ্ছে— ইউনেস্কো কর্তৃক শিক্ষায় জিডিপির কমপক্ষে ৫ দশমিক ৫ শতাংশ বরাদ্দের পরামর্শ থাকলেও আমাদের দাবি অন্তত জিডিপির ৩ দশমিক ৫ শতাংশ বরাদ্দ দিতে হবে। এছাড়া বাজেটের অর্থ ১০০ শতাংশ স্বচ্ছতার সঙ্গে যথাযথ জবাবদিহির মাধ্যমে ব্যয় করতে হবে। এনসিটিবিকে ইসলামি শিক্ষাবিদ ও জেনারেল শিক্ষাবিদের দুইয়ের সমন্বয় সমানসংখ্যক জনবল নিয়ে পুনঃগঠন করতে হবে।

মাদরাসা শিক্ষা ও জেনারেল শিক্ষাব্যবস্থা সমন্বয় করে এমন একটি একমুখী শিক্ষাব্যবস্থা চালু করা যাতে ভবিষ্যৎ বংশধররা আমাদের তাহজিব তমদ্দুনকে ভিত্তি করে বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াতে পারে। এর জন্য ইসলামি শিক্ষাবিদ ও গবেষক এবং জেনারেল শিক্ষাবিদ ও গবেষকদের সমন্বয় একটি শিক্ষা সংস্কার কমিশন গঠন জরুরি প্রয়োজন।

নতুন পাঠ্যসূচিতে জুলাই বিপ্লবের ইতিহাসে আলিয়া ও কওমি মাদরার শিক্ষার্থীদের অবদানসহ সব শিক্ষার্থী ও জনসাধারণের সঠিক আত্মত্যাগের ইতিহাস সুস্পষ্টভাবে অন্তর্ভুক্ত করতে হবে। পাঠ্য বইগুলো থেকে বিবর্তনবাদ অধ্যায়সহ সব অপ্রাসঙ্গিক ছবি, যৌন শিক্ষার আপত্তিকর ভাষা, অনৈসলামিক বিষয় ও বিপজ্জনক দিক পরিহার করতে হবে। মেধাবীদের মেধা যথাযথ কাজে লাগানোর জন্য তারা বিদেশ পাড়ি দিচ্ছে। তাদের মেধা আমাদের জাতীয় উন্নয়নের কাজে যাতে লাগাতে পারি সে জন্যে মেধাবীদের উচ্চতর বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা দিয়ে শিক্ষাখাতে তাদের নিয়োগ দিতে হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/০৩/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading