এইমাত্র পাওয়া

ধ-র্ষ-ণ নামক ব্যাধি থেকে মুক্তি পেতে জামায়াতের মহিলা বিভাগের ৫ দাবি

ঢাকাঃ মাগুরায় শিশুকে পাশবিক নির্যাতনের মাধ্যমে হত্যার প্রতিবাদ জানিয়ে ধর্ষণ নামক ব্যাধি থেকে মুক্তি পেতে পাঁচ দাবি জানিয়েছে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ।

শনিবার (১৫ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এসব দাবি জানানো হয়। এ সময় কয়েকশ নারী উপস্থিত ছিলেন।

জামায়াতের মহিলা বিভাগের যে ৫ দাবি

> মাগুরায় শিশুকে ধর্ষণ ও হত্যার বিচার এক সপ্তাহের মধ্যে সম্পন্ন করতে হবে এবং ফাঁসি কার্যকর করতে হবে।

> সকল ধর্ষকের ফাঁসি চাই।

> বিচারের দীর্ঘসূত্রিতা বিচারহীনতার নামান্তর। এক মাসের মধ্যে হত্যা ও ধর্ষণের বিচার এবং রায় কার্যকর করতে হবে।

> নৈতিকতাহীন শিক্ষা এবং সামাজিক অবক্ষয়ের মূল কারণ অনৈতিকতা। এটা দূর করার জন্য ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে এবং ইসলামী সামাজিক মূল্যবোধে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে।

> এদেশের শতকরা ৮৭ ভাগ মুসলমান। এখানে কোরআনের আইন বাস্তবায়ন হলে ধর্ষণ ও হত্যার অপরাধ কমতে বাধ্য। তাই আমরা কোরআনের আইন বাস্তবায়ন চাই।

মানববন্ধনে জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি অধ্যাপক নূরুন্নিসা সিদ্দীকা বলেন, ‘মাগুরার শিশুটিকে শুধু ধর্ষণ করা হয়নি, হত্যাও করেছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের সরকারের ঘোষণা ও আমাদের পাঁচ দাবির আলোকে বিচার করতে হবে। তা নাহলে নারী সমাজ কঠোর আন্দোলনে রাজপথে নেমে আসবে।’

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী বলেন, বিগত স্বৈরাচার সরকারের ছত্রছায়ায় ধর্ষণের ঘটনা সমাজে বিস্তার করেছে। ছাত্রলীগ নেতা ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করেছে। কিন্তু আওয়ামী লীগ সরকার তার বিচার করেনি। এতেই স্পষ্ট আওয়ামী লীগ ধর্ষণের বিস্তার ঘটিয়েছে।’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য নাজমুন নাহার নীলু বলেন, ‘সমাজে মূল্যবোধ আর নৈতিকতার অভাব। তাই আমরা আর নীরব থাকতে পারি না। শিক্ষা ব্যবস্থায় নৈতিকতার কোনো উপাদান নাই। শিক্ষা ব্যবস্থায় ধস নামার কারণেই সমাজের আজ করুণ পরিণতি। আইন ও শালিস কেন্দ্রের তথ্যমতে বিগত আট বছরে সাড়ে ৩ হাজার শিশু ধর্ষণের মামলা হলেও একটিরও বিচার হয়নি। তাই সব ধর্ষণ মামলা দ্রুত বিচার আইনে নিষ্পত্তি করে ধর্ষকদের ফাঁসির দাবি জানাচ্ছি।’

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/০৩/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading