কুমিল্লাঃ নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহ্রীরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ প্রশাসন। গতকাল শুক্রবার রাতে কোতোয়ালি মডেল থানায় মামলাটি করা হয়।
শিক্ষার্থী দুজন হলেন ২০১৭-১৮ বর্ষের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের আবু তাহের সাগর এবং ২০২১-২২ বর্ষের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের তৌকির আহাম্মেদ।
গতকাল শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম। তিনি বলেন, ‘তাঁদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। তাঁরা দুজন এখন হাজতে রয়েছেন। আগামীকাল (আজ) তাঁদের আদালতে তোলা হবে।’
ওই দুই শিক্ষার্থীকে কুমিল্লা শহরের কান্দিরপাড় এলাকা থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ডিবি পুলিশ। জিজ্ঞাসাবাদের পর কোতোয়ালি মডেল থানায় তাঁদের হস্তান্তর করা হয়। সেখান থেকে পুলিশ বাদী হয়ে মামলা করে।
এ বিষয়ে জানতে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও কেউ রিসিভ করেননি।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যেন তাদের ছাড়িয়ে আনা যায়। রাত ১২টা পর্যন্ত থানায় ছিলাম। পুলিশের উচ্চ পর্যায়েও বিষয়টি অবগত করেছি। তাদের জামিনের বিষয়ে পুলিশকে জানিয়েছি।’
এর আগে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ হান্নান রাহিমকে একই অভিযোগের ভিত্তিতে কোটবাড়ী থেকে আটক করে র্যাব। জিজ্ঞাসাবাদের পর রাত সাড়ে ১০টার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৮/০৩/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.