এইমাত্র পাওয়া

তহবিল নেই, অর্ধেক হচ্ছে রোহিঙ্গাদের রেশন

নিজস্ব প্রতিবেদক।। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সতর্ক করেছে, যদি দ্রুত তহবিল না পাওয়া যায় তবে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মাসিক রেশন অর্ধেকে কমিয়ে দিতে হবে।

শুক্রবার (৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, তহবিলের অভাবে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর খাদ্য সহায়তা হুমকির মুখে। বর্তমানে শরণার্থীরা মাসে ১২.৫০ ডলার রেশন পাচ্ছেন, কিন্তু জরুরি তহবিল না পাওয়া গেলে তা কমিয়ে ৬ ডলারে নামিয়ে আনা হবে।

এ সংকট এমন এক সময়ে ঘটছে, যখন শরণার্থীরা রমজান শেষে ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে।

ডব্লিউএফপি জানিয়েছে, তাদের রেশন ব্যবস্থায় রোহিঙ্গারা ভাউচার ব্যবহার করে নির্ধারিত দোকান থেকে খাবার কিনতে পারেন। তবে পুরো রেশন চালিয়ে যেতে এপ্রিলে জরুরি তহবিল হিসেবে ১৫ মিলিয়ন ডলার এবং ২০২৫ সালের শেষ পর্যন্ত ৮১ মিলিয়ন ডলার প্রয়োজন।

ডব্লিউএফপির কান্ট্রি ডিরেক্টর ডম স্ক্যালপেলি বলেন, “রোহিঙ্গা শরণার্থী সংকট বিশ্বের অন্যতম বৃহৎ মানবিক সংকট। খাদ্য সহায়তা কমানো হলে তারা গভীর সংকটে পড়বে।”

সাম্প্রতিক মাসগুলোতে আরও ১ লাখের বেশি রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে প্রবেশ করেছে, ফলে শিবিরগুলোতে চাপ বেড়েছে।

ডব্লিউএফপি হুঁশিয়ারি দিয়েছে, সংকট আরও গভীর হওয়ার আগেই জরুরি সহায়তা প্রয়োজন।

শিক্ষাবার্তা /এ/০৮/০৩/২০২৫

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.