নিজস্ব প্রতিবেদক।। ইসলামী ছাত্রশিবির প্রতিদিন ইফতার বিতরণে যে অর্থ ব্যয় করছে, এর উৎস সম্পর্কে জানতে চেয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নাছির বিষয়টি জানতে চান।
তিনি বলেন, গতকাল ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল (নুরুল ইসলাম সাদ্দাম) এক অনুষ্ঠানে বলেছেন, তারা প্রতিদিন ইফতার বিতরণে তিন লাখ টাকা ব্যয় করেন। এ হিসেবে পবিত্র রমজানে ৯০ লাখ টাকা ব্যয় করছেন।
সাংবাদিকদের মাধ্যমে জানতে চাই, এই ৯০ লাখ টাকা তারা সাধারণ শিক্ষার্থীদের সংগঠন হিসেবে কীভাবে উপার্জন করেন, এই অর্থায়নের উৎস কী।
সাধারণ শিক্ষার্থীদের সংগঠন হিসেবে ছাত্রদল যে অর্থ ব্যয় করে সেটা স্বচ্ছতা এবং জবাবদিহির মধ্যে হয় বলে উল্লেখ করেন নাছির উদ্দীন নাছির।
এসময় সদ্যগঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রসঙ্গে তিনি বলেন, নতুন দলে নতুন কিছু মনে হয়নি। মনে হয়েছে, আদিম রাজনৈতিক বন্দোবস্তই হয়েছে।
শিক্ষাবার্তা /এ/০৮/০৩/২০২৫
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.