শরীয়তপুরঃ শরীয়তপুরের ভেদরগঞ্জ থানা সংলগ্ন প্রতিভা সাইন্স প্রিপারেটরী (পি.এস.পি) হাই স্কুলটি দখল ও চাঁদাবাজির অভিযোগে এক অধ্যক্ষসহ ৩ শিক্ষককে আটক করেছে পুলিশ।
সোমবার (৩ মার্চ) রাত সাড়ে ১০টার সময় ভেদরগঞ্জ থানার ওসি মো. পারভেজ হাসান সেলিম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আটককৃত শিক্ষকরা হলেন- মহিষার দিগম্বরী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম (৪৫), উপজেলা সদরের ইগনাইটেড কোচিং সেন্টারের শিক্ষক মনোয়ার হোসেন (৪২), ও তপুর রায়হান (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে মহিষার দিগম্বরী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম, কোচিং মাস্টার মনোয়ার হোসেন ও তপুর নেতৃত্বে ১০/১৫ জনের একটি সংঘবদ্ধ গ্রুপ প্রতিভা এস.পি হাইস্কুলে ঢুকে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের জোরপূর্বক বের করে দেয় এবং স্কুলটি দখলে নেয়ার চেষ্টা করে তারা। এসময় দখলকারীরা বিদ্যালয়ের অফিস কক্ষের ক্যাশবক্স থেকে শিক্ষার্থীদের কাছ থেকে বেতন বাবদ উত্তোলনকৃত নগদ ১ লাখ ৫০ হাজার ৭৫৫ টাকা নিয়ে যায়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক নাঈমুল হাসান (নাঈম) মুঠোফোনে বলেন, দখলকারীরা কিছু ভূয়া কাগজপত্র তৈরি করে আমার বিদ্যালয়টি দখলে নেয়ার চেষ্টা করে। সন্ত্রাসীরা বিদ্যালয় থেকে প্রায় দেড় লাখের বেশি টাকা হাতিয়ে নেয়। আমরা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানালে ঘটনাস্থলে পুলিশ এসে তিনজন শিক্ষককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে থানায় লিখিত এজাহার দায়ের করেছি।
এ বিষয় ভেদরগঞ্জ থানার ওসি বলেন, ৯৯৯ নম্বর থেকে ফোনের মাধ্যমে বিষয়টি জানতে পেয়ে ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করেছি। এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি, তবে কেউ যদি কোন চাঁদাবাজি কিংবা অনৈতিকতার সাথে সম্পৃক্ত হয় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৪/০৩/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.