এইমাত্র পাওয়া

নতুন ছাত্র সংগঠন প্রত্যাখ্যান করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

ঢাকাঃ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নতুন গঠিত “বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ” কমিটি প্রত্যাখ্যান করেছে এবং এর গঠন ও নেতৃত্বের কাঠামোর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৮টার দিকে শাহবাগে এক প্রেস কনফারেন্সে ছাত্ররা এই ঘোষণা দেন। এ সময়, কমিটির গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রেস কনফারেন্সে ছাত্ররা অভিযোগ করেন, তারা ১৭ জুলাইয়ের পর আন্দোলনকে টিকিয়ে রাখায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষত যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ডিইউ) ছাত্রদের অংশগ্রহণ কমে গিয়েছিল।

তবে তাদের অবদান সত্ত্বেও নতুন কমিটিতে কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের স্থান দেওয়া হয়নি, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আধিপত্য ছিল।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাহিদ বলেন, “১৭ জুলাইয়ের পর আন্দোলনকে বাঁচিয়ে রেখেছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। কিন্তু এখন, আমাদের সম্পূর্ণভাবে কমিটি থেকে বাইরে রাখা হয়েছে। যখন আমরা এই সিদ্ধান্তের প্রতিবাদ করলাম, কিছু লোক আমাদের উপর হামলা করেছে। অনেক সহপাঠী আহত হয়ে চিকিৎসাধীন।”

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৮/০২/২০২৫ 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.