এইমাত্র পাওয়া

মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে শিক্ষকদের ভূমিকা শীর্ষক কর্মশালা

পাবনাঃ মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে শিক্ষকদের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পাবনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দিনভর এ কর্মশালার আয়োজন করে।

পাবনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রাকিবুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন পাবনা জেলা শিক্ষা অফিসার মোঃ রোস্তম আলী হেলালী। এ সময় আরো বক্তব্যদেন পাবনা জেলা শিক্ষা অফিসের সহকারী বিদ্যালয়ে পরিদর্শক মোঃ মোখলেসুর রহমান।

কর্মশালায় পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেন, মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হালিম, চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছাঃ মনিরা পারভিন, আমজাদ হোসেন উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক মোঃ আমিরুল ইসলামসহ জেলার ২৪টা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এ কর্মশালায় অংশগ্রহণ করেন।

কর্মশালয় মাদকদ্রব্যঃ প্রেক্ষাপট বাংলাদেশ, মাদকদ্রব্য কি, বাংলাদেশে বর্তমানে প্রচলিত ক্ষতিকারক মাদকদ্রব্য, মাদকদ্রব্যের প্রকারভেদ শ্রেণীবিভাগ, মাদকদ্রব্যের উৎপত্তি ও উৎ ভিত্তিক শ্রেণীবিভাজন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সহ সার্বিক বিষয়ে উপস্থাপনা করা হয়। কর্মশালায় সঞ্চালনের দায়িত্ব পালন করেন ইন্সপেক্টর মোঃ আব্দুল মান্নান।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৭/০২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.