এইমাত্র পাওয়া

নতুন অধ্যক্ষকে অপসারণের দাবিতে মতিঝিল আইডিয়ালের শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকাঃ নতুন নিয়োগ পাওয়া অধ্যক্ষকে অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ক্লাস বর্জন করে কলেজের সামনের সড়কে অবস্থান নেন তারা।

শিক্ষার্থীরা নতুন অধ্যক্ষের পদত্যাগ অথবা তাকে অপসারণের দাবি করছেন। একই সঙ্গে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে অধ্যক্ষ হিসেবে নিয়োগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলনে নামা শিক্ষার্থীরা বলেন, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আমরা আমাদের আগের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলন করেছিলাম। বুধবার (২৬ ফেব্রুয়ারি) তিনি পদত্যাগ করেছেন।

আমাদের দাবি ছিল সেনাবাহিনীর সাবেক যেকোনো একজন অফিসার নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করবেন। কিন্তু আমরা আজ দেখতে পেয়েছি, ফেরদৌস নামে আওয়ামী লীগপন্থি দুর্নীতিবাজ একজন শিক্ষককে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা তাকে অধ্যক্ষ হিসেবে মেনে নেবে না। যতক্ষণ পর্যন্ত তাকে অপসারণ করা না হবে, ততক্ষণ আন্দোলন চলবে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, আন্দোলনরত শিক্ষার্থীদের স্কুলের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অথচ বিএনপির কিছু নেতাকর্মী ভেতরে প্রবেশ করছেন। স্কুলে এ ধরনের রাজনৈতিক হস্তক্ষেপও চান না বলে স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা।

বিষয়টি নিয়ে জানতে নতুন অধ্যক্ষ এবং গভর্নিং বডির সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি। তারা কেউ ফোন কল রিসিভ করছেন না। এসএমএস দিয়েও তাদের কোনো প্রতিউত্তর মেলেনি।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৭/০২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading