এইমাত্র পাওয়া

রাস্তায় গাছের গুঁড়ি ফেলে শিক্ষা সফরের ৪ বাসে ডাকাতি

টাঙ্গাইলঃ টাঙ্গাইলের ঘাটাইল-সাগরদীঘি সড়কের লক্ষণের বাধা এলাকায় ডাকাতদের কবলে পড়েছে শিক্ষা সফরে থাকা চারটি স্কুলবাস। ডাকাতরা যাত্রীদের কাছ থেকে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট করেছে। গত ১০ দিনের মধ্যে এটি এই সড়কে তৃতীয় ডাকাতির ঘটনা।

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা নাটোরের গ্রীনভ্যালি পার্কে শিক্ষা সফরের উদ্দেশ্যে মঙ্গলবার ভোরে চারটি বাসে রওনা দেন। ভোর সাড়ে চারটার দিকে বাসগুলো ঘাটাইল উপজেলার লক্ষণের বাধা এলাকায় পৌঁছালে হঠাৎ করে রাস্তায় গাছের গুঁড়ি দেখতে পান তারা। সামনের বাসে থাকা প্রধান শিক্ষক মোহাম্মদ খলিলুর রহমান দ্রুত বুঝতে পারেন এটি ডাকাতদের কৌশল এবং সতর্ক করেন সবাইকে।

তিনি বলেন, কিছু বুঝে ওঠার আগেই ১০-১২ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। বাসগুলোর জানালা ও দরজা বন্ধ করা হলেও ডাকাতরা পেছনের বাসগুলোর জানালা ভেঙে ঢুকে মালামাল লুট করতে শুরু করে।

খলিলুর রহমান আরও বলেন, ‘ডাকাতরা নগদ টাকা নিয়ে গেছে দেড় লাখ। স্বর্ণ দেড় ভরি। স্মার্টফোন ১০টা। এ ঘটনায় মারধরের শিকার হয়েছেন ওই বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর সাখাওয়াত হোসাইন রবিন (২৫) ও অভিভাবক শহিদুল্লাহ তালুকদার (৩৯)।

সাখাওয়াত হোসাইন রবিন বলেন, ‘আমি ছিলাম দুই নম্বর গাড়িতে। ওই গাড়িতে ছিল শুধু ছাত্রী। ডাকাতরা আমার কাছে থেকে মোবাইল নেওয়ার পর যখন ছাত্রীদের দিকে যাচ্ছিল তখন আমি বাধা দিই। এর ফলে তারা আমাকে দায়ের উল্টো পিঠ দিয়ে আঘাত করে।’

ডাকাতদের অস্ত্র ও ভয়ঙ্কর রূপ দেখে গাড়িতে জ্ঞান হারান কৃষি বিষয়ের শিক্ষক আবুল কালাম (৫২)।

সপ্তম শ্রেণির ছাত্রী সিনথিয়া আক্তার জানায়, ভয়ে সে অনেক কেঁদেছে। এখনও তার ভয় দূর হয়নি।

মালিরচালা গ্রামের লিটন ভূইয়া বলেন, ‘সড়কে গাছ ফেলে একই কায়দায় বুধবারের ডাকাতির ঘটনায় মোটরসাইকেল ও কাঁচামালের ট্রাক আটকে তাদের কাছ থেকে সবকিছু লুট করে নিয়ে যায় ডাকাতরা।’

স্থানীয় ইউপি সদস্য লিয়াকত হোসেন বলেন, মাঝে মধ্যেই ওইস্থানে (লক্ষণের বাধা) ডাকাতির ঘটনা ঘটে। বুধবারও একই স্থানে ডাকাতি হয়েছে।

ডাকাতির সত্যতা নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম। তিনি বলেন, মঙ্গলবার ভোরে ঘাটাইল-সাগরদীঘি সড়কে গাছ ফেলে শিক্ষা সফরে যাওয়ার পথে চারটি স্কুলবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। যতটুকু জানতে পেরেছি সাতটি মোবাইল ও দুই হাজার ৭০০ টাকা নিয়েছে ডাকাতরা। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকার লোকদের নিয়ে বৈঠক করেছি। এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৫/০২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.