রংপুরঃ রংপুরের বদরগঞ্জে রাশেদ ইসলাম নামে এক খন্ডকালীন শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে একা বাসায় ডাকা ও মোবাইলে অশালীন ভাষায় কথা বলার অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনার একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ওই শিক্ষকের বিচার ও পদত্যাগের দাবিতে রোববার বদরগঞ্জ শহীদ মিনারে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
উপজেলার বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী, ছাত্রদল, ছাত্রশিবিরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন এই মানববন্ধনে। মানববন্ধন শেষে শহীদ মিনার থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
শিক্ষার্থীরা জানায়, বদরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক অ্যাডভান্স কোচিং সেন্টারের পরিচালক রাশেদুল ইসলাম দশম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে কোচিংয়ে আসতে বলে ও বিভিন্ন অশালীন ভাষা ব্যবহার করে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার রাতেই কল রেকর্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে।
অডিওটি ফাঁস হওয়ার পরে বিক্ষুব্ধ হয়ে ওঠে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা। পরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ওই শিক্ষকের বিচার চেয়ে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে অংশ নেয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রেজওয়ান হাসান বলেন, ‘এই রাশেদুলকে ওই স্কুল থেকে তিন দিনের মধ্যে বের করে দিতে হবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।’
ছাত্রদল নেতা তুফান খান বলেন, ‘এই কুলাঙ্গার রাশেদসহ বদরগঞ্জে আরো অনেক শিক্ষক আছে তাদের চিহ্নিত করতে হবে। সেই সাথে অবিলম্বে এই রাশেদকে আইনের আওতায় আনতে হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, ‘শিক্ষার্থীর পরিবার মামলা করলে ব্যবস্হা নেওয়া হবে। বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে শিক্ষককে বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্হা নেওয়া হবে।’
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/০২/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.