এইমাত্র পাওয়া

আউটসোর্সিং কর্মচারীদের সড়ক অবরোধ কর্মসূচিতে জলকামান-লাঠিচার্জ

ঢাকাঃ চাকরি স্থায়ী করার দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করা আউটসোর্সিং কর্মীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করেছে পুলিশ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নেন আন্দোলনরত আউটসোর্সিং কর্মীরা। অনুরোধ সত্ত্বেও সড়ক থেকে না সরলে পুলিশ তাদের লক্ষ্য করে জলকামান ছোড়ে ও লাঠিচার্জ করে।

রমনা জোনের শাহবাগ থানার পেট্রোল ইন্সপেক্টর সরদার বুলবুল আহমেদ উপস্থিত হয়ে মাইকে বারবার আন্দোলনকারীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানান।

তিনি বলেন, ‘আপনারা অনুগ্রহ করে সড়ক ছেড়ে দেন। আপনাদের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। আপনারা সড়ক না ছাড়লে আমরা অ্যাকশনে যেতে বাধ্য হবো।

এ সময় অবরোধকারীরা উত্তেজিত হয়ে বলেন, দাবি না মানা পর্যন্ত আমরা সড়ক ছাড়বো না। প্রয়োজনে আজ আমরা জীবন দেবো, তবু দাবি আদায় না করে ঘরে ফিরবো না।

পরে বিকেল ৫টার দিকে পুলিশ জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরতদের লক্ষ্য করে জলকামান, টিয়ারশেল ছোড়ে ও লাঠিচার্জ করে।

এদিন বিকেল ৩টার পর চাকরি স্থায়ীকরণের দাবিতে সড়ক অবরোধ করেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীরা।

এতে তোপখানা সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ পথের যানবাহনগুলো শিক্ষা ভবন হয়ে সচিবালয়ের সামনে দিয়ে গুলিস্তান জিরো পয়েন্টের দিকে যাতায়াত করছে। ফলে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/০২/২০২৫

 

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.