এইমাত্র পাওয়া

আশ্বাস প্রত্যাখ্যান: মঙ্গলবার ক্লাস বর্জনের ঘোষণা এমপিও শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সরকারি চাকরিজীবীদের মতো বাড়িভাড়া, শতভাগ উৎসব ভাতা, চিকিৎসা ভাতা দেওয়ার আশ্বাস প্রত্যাখ্যান করেছেন জাতীয়করণ দাবিতে আন্দোলনরত বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকরা। একই সঙ্গে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন তারা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষকরা।

আলোচনা সভায় হুমায়ুন কবির শিক্ষকদেরকে আশ্বস্ত করে বলেছেন, ‘আপনাদের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য মিটিং চলছে। সেই মিটিং থেকে বের হয়ে আমি আপনাদের সঙ্গে বসেছি, খুব দ্রুত সময়ের মধ্যে শিক্ষা উপদেষ্টা এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসব-ভাতা বৃদ্ধিসহ অন্যান্য বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেবেন। আপনাদেরকে ধৈর্য ধরার জন্য অনুরোধ জানাচ্ছি।’

এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সংগঠন বাংলাদেশ শিক্ষক ফোরামের (বিটিএফ) সভাপতি হাবিবুল্লাহ রাজু বলেন, সরকার এর আগেও একাধিকবার আমাদের আশ্বাস দিয়েছে। এবার আমরা আশ্বাসে বিশ্বাসী নই। যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন অথবা মন্ত্রণালয়ের প্রতিনিধি আমাদের সমাবেশস্থলে উপস্থিত হয়ে দাবি মেনে নেওয়ার ঘোষণা না দেবেন, ততক্ষণ আন্দোলন চলবে।

তিনি আরও বলেন, জাতীয়করণের দাবি আদায়ে আগামীকাল মঙ্গলবার দেশের সব বেসরকারি স্কুল-কলেজে ক্লাস বর্জন কর্মসূচি পালিত হবে।

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে টানা ছয়দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। সোমবার (১৭ ফেব্রুয়ারি) অবস্থানের পাশাপাশি অর্ধদিবস কর্মবিরতিও পালন করেন তারা। দাবি আদায় না হলে স্কুলে তালা কর্মসূচিসহ আমরণ অনশন কর্মসূচিও ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন তারা।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/০২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.