রাঙামাটি: পাহাড়ে শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রাবিপ্রবি বলে মন্তব্য করেছেন, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মো. আতিয়ার রহমান। তিনি বলেন, ‘আমরা যে প্রত্যাশার ওপর দাঁড়িয়ে আছি তার বাস্তবায়ন শুরু হলো। একটু একটু করে আমরা স্বপ্নের কাছাকাছি পৌঁছে যাচ্ছি।’
আজ রবিবার রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ ও প্রশাসনিক ভবন-১ উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
উপাচার্য বলেন, আমরা চারটি বিল্ডিংয়ের মধ্যে প্রশাসনিক ও একাডেমিক বিল্ডিং কাজ শুরু করলাম। যা আগামী বছরের জুন মাসের মধ্যে শেষ হবে আশা করছি। এরপর আগামী মাসে ছাত্র ও ছাত্রী হলে কাজ শুরু হবে। এ চারটি ভবন খুব দ্রুত মাথা উঁচু করে দাঁড়াবে। এ বিশ্ববিদ্যালয়ের সফলতার জন্য পাহাড়ের শান্তিপ্রিয় জনসাধারণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এসময় বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ধীমান শর্মা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন সূচনা আখতার, প্রক্টর সাদ্দাম হোসেন, বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক (ভারপ্রাপ্ত) আবদুল গফুর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রাঙামাটি জেলার নির্বাহী প্রকৌশলী বিজক চাকমা, সহকারী প্রকৌশলী আলো জ্যোতি চাকমা, শেলটেক প্রাইভেট লিমিটেড কোম্পানির টিম লিডার মুকতাসিম খান উপস্থিত ছিলেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৬/০২/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.