এইমাত্র পাওয়া

সোমবার থেকে এমপিও শিক্ষকদের ‘গ্যাদারিং ফর ন্যাশনালাইজেশন’ কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে টানা পঞ্চম দিনের মতো অবস্থান নিয়েছেন শিক্ষক-কর্মচারীরা। ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট’-এর ব্যানারে তারা এ কর্মসূচি পালন করছেন।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন তারা। একই সঙ্গে আজ অর্ধদিবস কর্মবিরতিও করছেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারীদের দাবি, বেতন স্কেলসহ সরকারি নিয়মে তাদের বাড়িভাড়া, চিকিৎসাভাতা ও শতভাগ উৎসবভাতা দিতে হবে। আজকের মধ্যে দাবি মেনে না নিলে সোমবার (১৭ ফেব্রুয়ারি) থেকে ঢাকায় ‌‌‘গ্যাদারিং ফর ন্যাশনালাইজেশন’ কর্মসূচি পালন করবেন। এ কর্মসূচিতে সারাদেশের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা অংশ নেবেন।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের যুগ্ম সদস্য সচিব আবুল বাশার বলেন, আজকের অবস্থান কর্মসূচি থেকে সিনিয়র নেতারা পরবর্তী গ্যাদারিং ফর ন্যাশনালাইজেশন কর্মসূচি ঘোষণা দিয়েছেন। আশা করি, সরকার আমাদের যৌক্তিক দাবি মেনে নেবে।

অবস্থান কর্মসূচি চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য দেন জোটের যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী আবুল বাশার, শাহ আলম, মো. জহিরুল ইসলাম, মো. আবদুল হাই সিদ্দিকী, মো. রবিউল ইসলাম, মো. তোফায়েল সরকার, অধ্যক্ষ আলাউদ্দীন, জাহাঙ্গীর হোসেন, অধ্যক্ষ হাবিবুর রহমান, অধ্যক্ষ আবু সায়েম মোল্লা, উপাধ্যক্ষ নুরুল আলম খান, অধ্যক্ষ রুহুল আমিন প্রমুখ।

গত ১২ ফেব্রুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট ঘোষিত কর্মসূচিতে সারা দেশ থেকে কয়েকশ শিক্ষক ঢাকায় এসে দিনভর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি করছেন। ক্রমে তাদের আন্দোলনে শিক্ষক-কর্মচারীদের অংশগ্রহণ বাড়ছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৬/০২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.