নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ গত ৩ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ কেরানীগঞ্জের বাঘাপুর স্কুল এন্ড কলেজের ১০ শ্রেণির ছাত্র রাকিবুল ইসলাম রাকিব। এরই মধ্যে ৬ দিন পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি তার। তাই বাধ্য হয়ে সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার।
রবিবার ঢাকার কোর্ট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তার মা হাসিনা বেগম।
রাকিবের মা হাসিনা বেগম বলেন, রাকিবের সাথে ৩ ফেব্রুয়ারি বিকেলে আমার শেষ কথা হয়। এরপর থেকে আমার ছেলেকে আর পাচ্ছি না। ছেলেটা ৬ দিন ধরে নিখোঁজ। পাশের বাড়ির লোকদের সাথে আমাদের পুরনো শত্রুতা ছিল। তারা আগে আমাদের বাড়িতে হামলা করেছিল। আমাদের মারধর করে আহত করে, স্বর্ণালংকার লুট করে নিয়ে যাই। জীবননাশের হুমকি দেয়।
তিনি বলেন, আমি একজন মা। ছেলে নিখোঁজ থাকলে কোনো মা ঠিক থাকতে পারে। আমিও ঠিক থাকতে পারছি না। সন্তান হারিয়েছি, আমার বুকের কষ্ট কে বুঝবে। ছেলেটা এবার এসএসসি পরীক্ষার্থী। আমার ঘুম নাই, খাওয়া নাই। প্রশাসনের কাছে গিয়েছি, তারা আমাদের অভিযোগ নেয়নি। উল্টো ওসি হুমকি দিয়েছে। তারা (পুলিশ) আমাদের বলে দিয়েছে, হেল্প করবে না।
তিনি আরো বলেন, পাশের বাড়ির দিলবার হোসেন, তার স্ত্রী মানসুরা, রবিউল ঢালী, জাল শরীফ ঢালী হুমকি দিয়েছে। আমাদের মারধর করে আহত করেছে। তারাই আমার ছেলেটাকে নিখোঁজ করে ফেলেছে। মানসুরা আমার ছেলেকে ফোনে ডেকে নেয়। আমার ধারণা, তারাই আমার ছেলেকে গুম করেছে। এর আগেও তারা আমাদের ওপর হামলা চালিয়েছি। গুম করার হুমকি দিয়েছিল। এখন তো আমার ছেলেটাকে গুমই করে ফেলেছে। আমি বিচার চাই। আমি একজন মা, ছেলেকে ছাড়া আমি কেমনে বাঁচব। আমার বাঁচা আর মরা এক সমান। ওকে ছাড়া আমি বাঁচব না। আমাকে ছেলেকে উদ্ধারে আপনারা সহযোগিতা করেন। ওরা যেন আমার ছেলের কোনো ক্ষতি না করে। আমার কাছে ফেরত দেয়। আমি ঘরে থাকতে পারছি না, খুবই কষ্ট হচ্ছে। আমরা যেন ঘরে থাকতে না পারি এজন্য ওরা এমন করছে। আমার ছেলেকে ফেরত চায়।
সংবাদ সম্মেলনে রাকিবের বাবা মো. দুলাল মিয়া, ফুফু ইয়াসমিন বেগম, ভাই হাসিবুর রহমান, তাদের আইনজীবী আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/০২/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.