যশোরঃ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শহীদ মসীয়ূর রহমান হলে মাদকসেবন বন্ধ ও সেবনকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন আবাসিক হলের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ১০ টায় এ বিক্ষোভ মিছিল করেন তারা।
জানা যায়, মঙ্গলবার দুপুরে হলের ৩য় তলার একটি কক্ষ থেকে দীর্ঘ সময় ধরে গাঁজার উৎকট দুর্গন্ধ বের হতে থাকলে শিক্ষার্থীরা হল প্রশাসন বরাবর অভিযোগ জানায়। এরই প্রেক্ষিতে ওই কক্ষে অভিযান চালায় হল প্রশাসন। কিন্তু অভিযানের সময় হল প্রশাসন ওই কক্ষ থেকে মাদকদ্রব্য না পেলে ঘটনাস্থলে উপস্থিত কয়েকজনকে সতর্ক করে প্রশাসন। এ ঘটনা জানাজানি হলে শিক্ষার্থীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দেয় ও রাতে বিক্ষোভ মিছিল করে।
এদিকে ওই দিনই মাদক দমনে তিনজন সহকারী হল প্রভোস্ট নিয়ে একটি কমিটি গঠন করেন হলের প্রভোস্ট ড. মোঃ মজনুজ্জামান।
বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইমরান হোসেন বলেন, আমাদের ক্যাম্পাসে যেখানে মাদক সেবন নিষিদ্ধ সেখানে দিনের আলোয় কিভাবে মদপান করে প্রশাসনের কাছে তার জবাব চাই। এই হলের ৫ তালাসহ বিভিন্ন রুমে মাদক সেবন করা হয়। মাদকের গন্ধে রুমে থাকা যায় না, এগুলো হলের শিক্ষার পরিবেশ নষ্ট করে দিচ্ছে। প্রশাসন কেন এই বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না? এন্টি ড্রাগ সোসাইটি আছে আমাদের ক্যাম্পাসে তাদেরও কোনো পদক্ষেপ লক্ষ্য করা যায় না। যত দ্রুত সম্ভব প্রশাসনকে এই মাদকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
শহীদ মসীয়ূর রহমান হলের প্রভোস্ট ড. মো. মজনুজ্জামান বলেন, আমি কখনোই চাইব না বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী মাদকাসক্ত হয়ে যাক। হলে যেন কেউ মাদক সেবন করতে না পারে এর জন্য আমি নতুন একটি কমিটি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি হলে মাদকসেবন দমন করার জন্য তারা কাজ করবে ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৯/০১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.