ঢাকাঃ এক মাসের মধ্যে সরকারি দুদকসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব প্রকাশের দাবি জানিয়েছেন দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরী।
গতকাল ২৫ জানুয়ারি শনিবার বিকেলে রাজধানীর শেল টাওয়ার মিলনায়তনে ‘দুর্নীতি নির্মূলে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় সারোয়ার ওয়াদুদ চৌধুরী বলেন, চিহ্নিত দুর্নীতিবাজদের অবিলম্বে গ্রেপ্তার এবং আগামী এক মাসের মধ্যে দুদকসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব প্রকাশ করা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। গত ২৬ ডিসেম্বর দুদকের চেয়ারম্যানের সাথে সাক্ষাতের আবেদনের উত্তর আজও পাওয়া যায়নি।
প্রধান অতিথির বক্তব্যে দেশবরেণ্য বুদ্ধিজীবী অধ্যাপক ড. লুৎফর রহমান শিক্ষকদের রাজনৈতিক পরিচয় এবং দলাদলি শিক্ষা ধ্বংসের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন। তিনি প্রাথমিক স্তর থেকে শিক্ষার্থীদের রাজনৈতিক প্রভাবমুক্ত নৈতিক ও মানবিক শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য অবিলম্বে শিক্ষা কমিশন গঠনের দাবি জানান।
বিশেষ অতিথি লে. জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ারদী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দলীয় প্রভাবমুক্তির ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথি জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাথে সাংবাদিক সমাজের ঐক্যের ঘোষণা দেন।
দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সদস্য ও বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রকৌশলী আব্দুল আউয়াল, পারভীন নাসের খান ভাসানী, সাবেক সিনিয়র সচিব মাকসুদুর রহমান পাটওয়ারী, জাতীয় তরুণ সংঘের সভাপতি একেএম ফজলুল হক, ড. সৈয়দ জাভেদ মোহাম্মদ সালেহউদ্দিন, বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জসীম উদ্দিন, উইং কমান্ডার মীর আমিনুল ইসলাম (অব.), গ্রুপ ক্যাপ্টেন মো. ফরিদ উদ্দিন (অব.), স্কোয়াড্রন লিডার আওলাদ হোসেন (অব.), উইং কমান্ডার ওয়ালিউল ইসলাম (অব.), লে. কর্নেল মহসিন আলী খান (অব.), মেজর (অব.) নুরুল ইসলাম, ড. প্রকৌশলী লুৎফর রহমান, ড. শফিকুল ইসলাম কানু, এস. এম. ইকবাল (আলমগীর), প্রকৌশলী মনির আহমেদ, কৃষিবিদ সিরাজুল ইসলাম, আবুল কালাম আজাদ, শওকত আলী খান, আদিনা খান, অধ্যক্ষ রিক্তার হোসেন, কবি কাজী আলম, মো. এমদাদ উল্লাহ, সুকুমার দাস বাচ্চু প্রমুখ।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৬/০১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.