ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলে অজ্ঞাত এক নারীর মিষ্টি খেয়ে অন্তত ৪ শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের প্রত্যয় ভবনের ৯ তলায় এ ঘটনা ঘটে। পরে অসুস্থ শিক্ষার্থীদের সরকারী কর্মচারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে শিক্ষার্থীরা আবাসিক হলে ফিরেছেন বলে জানা গেছে।
হল সূত্রে জানা যায়, ওইদিন রাতে হলের প্রত্যয় ভবনের ৯ তলায় লিফটের সামনে চিরকুটসহ একটি টেবিলের ওপর ৬টি মিষ্টির প্যাকেট রেখে যায় এক অজ্ঞাত নারী। মিষ্টির সঙ্গে পাওয়া সেই চিরকুটে লিখা- ‘হাই ৯০১ – ৯০৬ বাসী, আমি রিথি। ৯ তলার এ ব্লকের প্রাক্তন অধিবাসী। আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় একটি ছোট ব্যবসা শুরু করছি, আমি আর আমার হাজবেন্ড। আমরা অনলাইনে মিষ্টি, কেক এসবের অর্ডার নিয়ে থাকি। এই ব্লকের অনেকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু কারোর রেসপন্স পাইনি। তাই আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে সামান্য উপহার। আপনাদের অভিজ্ঞতা অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।’ পরে এই মিষ্টি খেয়ে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের দ্রুত সরকারী কর্মচারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনার পর চিরকুটের শেষে দেওয়া নম্বরে একাধিকবার ফোন করেও নম্বর বন্ধ পাওয়া গেছে। এছাড়া, ফেসবুক পেজের নাম দেওয়া হলেও সেটি খুঁজে পায়নি শিক্ষার্থীরা। এদিকে, চিকিৎসার পর শিক্ষার্থীরা শঙ্কামুক্ত বলে জানান কর্তব্যরত চিকিৎসক।
এ বিষয়ে ঢাবির কবি সুফিয়া কামাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. সালমা নাসরিন বলেন, এ ঘটনায় শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার পরপরই সরকারী কর্মচারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে শিক্ষার্থীরা হলে ফিরে আসেন। এই মিষ্টি টেস্ট করানোর জন্য আমরা ল্যাবে পাঠিয়েছি। পাশাপাশি সিসিটিভি দেখে ওই নারীকে শনাক্তের কাজ চলছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২০/০১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.