বিন-ই-আমিন।। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ডিপ্লোমা-ইন- ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ২০২৪-২০২৫ শিক্ষা বর্ষের উভয় শিফটের ছাত্র -ছাত্রীদের ওরিয়েন্টেশন সভা ও অভিভাবক সমাবেশ সম্পন্ন হয়েছে।
বরিশাল পলিটেকনিক ইনষ্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী রুহুল আমিন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারিগর শিক্ষা অধিদপ্তরের বরিশাল অঞ্চলের পরিচালক ও বাংলাদেশ সরকারের যুগ্ন সচিব মো: আবুল ফজল মীর।
বিশেষ অতিথি ছিলেন বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো, শহিদুল ইসলাম, বরিশাল পলিটেকনিকের উপাধ্যক্ষ বাবু সাহা, কারিগরি শিক্ষা অধিদপ্তরের বরিশালের আঞ্চলিক পরিদর্শক প্রকৌশলী আরিফুর রহমান, ইলেকট্রনিক্স বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী গাজী মো সাইফুল ইসলাম, প্রকৌশলী পবিত্র কুমার হালদার সহ প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, অভিভাবকবৃন্দ, সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। জাতীয় সঙ্গীতের পর সকল শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
ইন্সট্রাক্টর মোস্তফা জামান ও জুনিয়র ইন্সট্রাক্টর তৃষ্ণা মন্ডলের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন বাবু সাহা।
তিনি তার বক্তৃতায় ডিপ্লোমা শিক্ষাক্রমের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা ও দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। শিক্ষার্থীদের মধ্যে গোলাম মোর্শেদ ও জান্নাত আরা মিম ও আজমুননাহার বক্তব্য রাখেন।
অভিভাবকরা তাদের সন্তানের জন্য সুন্দর একটা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাতে পেরে কৃতজ্ঞতা জানান। তিনি বলেন,মোবাইলের যুগে চাকরি করে আমাদের শিক্ষা নয় আমরা উদ্যোক্তা হবো আমরা মানুষকে চাকরি দিব তাহলে পরে আমরা উন্নতির শিখরে আরোহন করতে পারব ইনশাল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্যে নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম, নবাগত শিক্ষার্থীদের প্রতি মোটিভেশনাল স্পিচ প্রদান করেন। তিনি তার বক্তৃতায় কারিগরি শিক্ষার সুফল,শিক্ষা সফলতা অর্জনের চ্যালেঞ্জ এবং কর্মক্ষেত্রে কারিগরি শিক্ষার প্রসারতা নিয়ে আলোচনা করেন।
তিনি বাস্তবভিত্তিক শিক্ষা এবং কারিগরি শিক্ষায় ব্যবহারিক ক্লাসের প্রতি গুরুত্ব আরোপ করেন। চার বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষে চাকরির ক্ষেত্রে এবং যারা উচ্চশিক্ষায় অংশগ্রহণ করতে চায় তাদের বিভিন্ন রকম উপদেশ প্রদান করেন।
কারিগরি শিক্ষা গ্রহণ করে চাকরির পিছনে না ঘুরে নিজেরা অন্যের চাকরি প্রদান করবেন এরকম মনোভাব নিয়ে এ শিক্ষা গ্রহণ করার জন্য নবীনদের আহ্বান জানান। শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি এবং দলাদলি বাদ দিয়ে শুধু পড়ালেখায় মনোযোগী হওয়ার অনুরোধ জানান।
প্রধান অতিথির বক্তৃতায় বরিশাল অঞ্চলের কারিগরি শিক্ষা অধিদপ্তর এর পরিচালক মোঃ আবুল ফজল মীর উন্নত দেশে কারিগরি শিক্ষার সাথে আমাদের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী রুহুল আমিন শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক বাদ দিয়ে মানুষের মত মানুষ হতে শুধু মাত্র পড়ালেখায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।
পরে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানদের পরিচয়ের পর নবীন ছাত্র-ছাত্রীদের তাদের নিজস্ব ক্লাসরুমে পাঠদানের মাধ্যমে ২০২৪ -২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রম শুরু করা হয়।।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.