এইমাত্র পাওয়া

মৌলিক অধিকার পূরণে রাষ্ট্র পুরোপুরি ব্যর্থ: অধ্যাপক হারুন

ঢাকাঃ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বাংলাদেশ রিকশা শ্রমিক ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক হারুন অর রশিদ বলেছেন, স্বাধীনতা পরবর্তী দীর্ঘ ৫৩ বছর মানুষের মৌলিক অধিকার পূরণে রাষ্ট্র পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে।

তিনি বলেন, ইসলামি শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না। সৎ লোকের শাসন কায়েম হলেই এ দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।

শনিবার (১৮ জানুয়ারি) রাতে রাজধানীর মগবাজারে রমনা রিকশা শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক হারুন অর রশিদ বলেন, শোষণ, বঞ্চনামুক্ত একটা সমাজ কায়েমের আন্দোলন করছে শ্রমিক কল্যাণ ফেডারেশন। এ দেশের শ্রমিক সমাজকে নিয়ে মায়া, মমতা ও ভালোবাসায় সমৃদ্ধ একটি সুন্দর সমাজ কায়েমই আমাদের মূল উদ্দেশ্য।

দ্বিবার্ষিক সম্মেলনে নতুন কমিটি গঠন করা হয়। এরপর উপস্থিত ৪ শতাধিক রিকশা শ্রমিকের মধ্যে কম্বল ও জ্যাকেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক নেতা মঞ্জুরুল আলম। মো. কবির হোসেনের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা মহিবুল্লাহ।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৯/০১/২০২৫ 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.