এইমাত্র পাওয়া

৭ শিক্ষার্থীকে পিটিয়ে আহত, প্রধান শিক্ষকের ওপর হামলা অভিভাবকের

ঝালকাঠিঃ ঝালকাঠির সদর উপজেলার নথুল্লাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের ৭ শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে। আহত শিক্ষার্থীরা ঝালকাঠি সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। এ ঘটনায় ওই শিক্ষকের ওপর হামলা চালিয়েছে উত্তেজিত এলাকাবাসী। গুরুতর আহত অবস্থায় প্রধান শিক্ষককে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে নথুল্লাবাদ মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী অষ্টম শ্রেণির জান্নাতি জানান, বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে মোবাইল ফোন দিয়ে নাচের অনুশীলন করার সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসে আমিসহ ছয়-সাতজনকে পিটিয়ে আহত করে। আমরা বুঝিয়ে বলার পরও প্রধান শিক্ষক বেত নিয়ে আমাদের ওপর ঝাঁপিয়ে পড়েন।

শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, বুধবার ওই প্রধান শিক্ষকের নানা অনিয়ম ও দুর্নীতির বিষয়ে জেলা প্রশাসকের কাছে অভিযোগ দেওয়া হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে আমাদের সন্তানদের বেধড়ক মারধর করে আহত করা হয়। আমরা এর বিচার চাই। আহতরা হলেন, দশম শ্রেণির শিপু আক্তার, আয়শা মনি, সুমা আক্তার, নবম শ্রেণির জান্নাতি আকতার, অষ্টম শ্রেণির মোসাম্মৎ জান্নাতি ও ইসরাত জাহান রুমকি।

এ দিকে পুলিশ আহত ওই প্রধান শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীদের বাধার মুখে পড়ে। পরে গাড়ির মধ্যেই পদত্যাগপত্রে স্বাক্ষর করেন ওই শিক্ষক।

ঝালকাঠি সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার সুলতানা সোনিয়া বলেন, ছয়জন ছাত্রীকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তারা মানসিক শক পেয়েছে। তাদের অবজারভেশনে রাখা হয়েছে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ওই শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৬/০১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.