এইমাত্র পাওয়া

২৮৫টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

খাগড়াছড়ি: তিন পার্বত্য চট্টগ্রামের ২৮৫টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিশেষ বিবেচনায় সেসব বিদ্যালয়ে কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের চাকরি জাতীয়করণের দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে শিক্ষকরা।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে খাগড়াছড়ির বিভিন্ন উপজেলার শতাধিক বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা অংশ নেন।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার, পার্বত্য জেলা বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জ্যোতি ত্রিপুরা, রাঙামাটি বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মিলন চাকমা, বান্দরবান বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি চন্দন ময় তংঞ্চঙ্গা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন উপজেলার অনগ্রসর এবং দুর্গম এলাকার মোট ২৮৫টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। যেখানে কর্মরত রয়েছে ১ হাজার ৪শো ২৫ জন শিক্ষক। তবে বছরের পর বছর ধরে এসব বিদ্যালয়ের বিনা বেতনে শিক্ষকতা করে যাচ্ছেন। এ ছাড়া জাতীয়করণ না হওয়ায় উপবৃত্তি থেকেও বঞ্চিত হচ্ছে এসব বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

তিন পার্বত্য চট্টগ্রামে জেলার দুর্গম পাহাড়ি এলাকার কোমলমতি শিশুদের ভবিষ্যতের কথা বিবেচনা করে এবং বিনা বেতনে কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের জীবনমান উন্নয়নে সহসাই বিদ্যালয়সহ চাকরি জাতীয়করণের দাবি জানানো হয়। পরে মানববন্ধন শেষে একই দাবিতে খাগড়াছড়ি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন বে-সরকারি শিক্ষকরা।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/০১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.