এইমাত্র পাওয়া

তদন্তে এসে তোপের মুখে জেলা শিক্ষা কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, নওগাঁঃ নওগাঁর মান্দায় তদন্তে এসে তোপের মুখে ফিরে গেলেন জেলা শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহা. আব্দুর রাজ্জাক। রোববার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার গোবিন্দপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদত্যাগের বিষয়টি যাচাই-বাছাইয়ের জন্য তদন্তে করতে আসেন তিনি। এ সময় প্রতিষ্ঠানের মূল ফটকের সামনে গিয়ে ভেতরে প্রবশে করার সময় বহিরাগতদের তোপের মুখে পড়ে পরিস্থিতি বেগতিক দেখে তদন্ত না করেই ফিরে যান তিনি।

জেলা শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহা. আব্দুর রাজ্জাক বলেন, গোবিন্দপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাদেশ আলীকে জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছে মর্মে অভিযোগের প্রেক্ষিতে ভিত্তিতে নওগাঁর জেলা প্রশাসক তাকে তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ করেছেন। সেই প্রেক্ষিতে তিনি রোববার দুপুরে ২টার দিকে গোবিন্দপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে সরেজমিনে তদন্তকার্য পরিচালনা করবেন। সে মোতাবেক গত ৭ জানুয়ারি একটি লিখিত চিঠির মাধ্যমে উক্ত তারিখ, সময় ও স্থানে বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারীগণকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়।

অথচ, উক্ত প্রতিষ্ঠানে তদন্তের জন্য যাওয়ার খবর শুনে প্রতিষ্ঠানের মূল ফটকে তালা লাগিয়ে মোবাইল ফোন বন্ধ করে বিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করছিলেন প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকরা। এ সময় বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় শতাধিক বখাটে যুবক বিদ্যালয় মাঠে অবস্থান নিয়ে তারা অসৌজন্যমূলক আচরণ করাসহ তোপের মুখে ফেলে প্রতিষ্ঠানের ভিতর প্রবেশে বাঁধা প্রধান করেন। এমতাবস্থায় প্রতিষ্ঠানের মূল ফটকের সামনে গিয়ে ভেতরে প্রবশে করার সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আইয়ুব আলীর প্রভাবে লেলায়িত শিক্ষার্থী এবং বহিরাগতদের তোপের মুখে পড়ে তদন্ত না করেই ফিরে আসতে হয়। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এরপর বিধি অনুয়ায়ী ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।

এ বিষয়ে জানার জন্য গোবিন্দপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আইয়ুব আলীর মুঠোফোনে একাধিকবার কল দিয়ে ফোনটি বন্ধ পাওয়ায় তার মন্তব্য পাওয়া যায়নি।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৩/০১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.