এইমাত্র পাওয়া

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক অবরোধ বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের

মুন্সীগঞ্জঃ মুন্সীগঞ্জের শ্রীনগর থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

আজ শনিবার (১১ জানুয়ারি) বেলা ১২টার দিকে জেলার সিরাজদীখান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় ঢাকার কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজায় অবরোধ করেন শিক্ষার্থীরা।

বিক্ষোভে অংশ নেন মুন্সীগঞ্জ ও ঢাকার কেরানীগঞ্জ এলাকার ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সড়ক অবরোধের মুখে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে টোল প্লাজার কেরানীগঞ্জ প্রান্তে ২ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অবরোধ তুলে নিতে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১১/০১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.