এইমাত্র পাওয়া

বছরের প্রথম ভর্তি পরীক্ষা ১১ জানুয়ারি, কুয়েটে প্রতি আসনের বিপরীতে ২৫ শিক্ষার্থী

খুলনাঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আগামী শনিবার (১১ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। এবার দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে এটিই প্রথম ভর্তি পরীক্ষা। এতে পরীক্ষার্থীর সংখ্যাও অনেক বেশি।

সংশ্লিষ্ট সূত্র বলছে, কুয়েটের মোট আসন সংখ্যা এক হাজার ৬৫টি। এর বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা ২৪ হাজার ৫২৭জন। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে এবারের প্রতিযোগী প্রায় ২৫ জন।

পরীক্ষার্থীর পাশাপাশি প্রতি পরীক্ষার্থীর সঙ্গে আসছেন আরো ২-৩ জন অতিরিক্ত লোক। সব মিলিয়ে হোটেল-রিসোর্টে এত জায়গা না থাকায় খুলনাবাসীর সহযোগিতা চেয়েছেন কুয়েট উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ।

কুয়েটের ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম বলেন, শনিবার ১১টি কেন্দ্রে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং মুক্তহস্ত অংকন দুপুর পৌনে ১টা থেকে পৌনে ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

তিনি আরো বলেন, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল এবং ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যিাল ইঞ্জিনিয়ারিং অনুষদসমূহে ১৬টি বিভাগে সর্বমোট ১০৬৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে, যার মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ৫টি আসন সংরক্ষিত। মোট ৫০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কুয়েট উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ ও ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম বলেন, পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে সবাইকে অবশ্যই নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে।

তবে যানজটের বিষয়টি বিবেচনা করে সকল পরীক্ষার্থীকে পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা পূর্বে নির্ধারিত কেন্দ্রে আসার জন্য আহ্বান জানানো হয়। প্রত্যেক শিক্ষার্থীর জন্য নির্ধারিত আসন ছাড়া কোনোভাবে অন্যকোনো কক্ষে/কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না বলেও জানানো হয়।

তারা বলেন, বিষয়টি প্রত্যেক পরীক্ষার্থীকে জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়া কেন্দ্রে মোবাইল ও কোন প্রকার ইলেক্ট্রনিক্স ডিভাইস নিয়ে প্রবেশের সুযোগও থাকছে না।

উল্লেখ্য, কুয়েট ছাড়াও এবারের বাকি ১০টি কেন্দ্র হচ্ছে, খুলনা বিশ্ববিদ্যালয়, গল্লামারীর রেভাঃ পল্স হাই স্কুল ও হোপ পলিটেকনিক ইনস্টিটিউট, খালিশপুরের সরকারি হাজি মোহাম্মদ মহসিন কলেজ, বয়রার খুলনা সরকারি মহিলা কলেজ, মুজগুন্নির বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, বয়রার সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, সাউথ সেন্ট্রাল রোডের সরকারি পাইওনিয়ার মহিলা কলেজ, খানজাহান আলী রোডের সরকারি এম এম সিটি কলেজ এবং সরকারি সুন্দরবন আদর্শ কলেজ।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৭/০১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.