চাঁদপুরঃ চাঁদপুর-১ আসনের দুইবারের সংসদ সদস্য এবং সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘‘বর্তমান প্রেক্ষাপটে পাঠ্যপুস্তক পৌঁছাতে কিছুটা বিলম্বিত হলেও তা চলতি মাসেই হাতে পাবে শিক্ষার্থীরা।’’ তিনি এ সময় পাঠ্যপুস্তক নিয়ে বিচলিত না হওয়ার আহ্বান জানান।
শনিবার (৪ জানুয়ারি) বিকালে কচুয়া সাচার উচ্চ বিদ্যালয় মাঠে কচুয়া উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় ড. মিলন আরও বলেন, ‘‘এই মাটি বেগম খালেদা জিয়ার ঘাঁটি। এই মাটি তারেক রহমানের ঘাঁটি। এই মাটি বিএনপির ঘাঁটি। আমরা যারা রাজপথে ছিলাম তারাই এখনো আছি। যারা দলের দুঃসময়ে পাশে ছিল না তারা এখন নেতা সাজতে আসলে দল মেনে নেবে না।’’
আগামী নির্বাচনে কচুয়া আসনে বিএনপির জয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
কচুয়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইউসুফ মিয়াজীর সঞ্চালনা এবং সাচার ইউনিয়ন বিএনপি সভাপতি আলাউদ্দিন আখন্দের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভানেত্রী নাজমুন নাহার বেবী। এ ছাড়াও কচুয়া উপজেলা বিএনপি সভাপতি খায়রুল আবেদীন মিয়া স্বপন, সাবেক সভাপতি সর্পোদ্দিন মিয়াসহ দলীয় অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এর আগে দুপুর থেকেই সমাবেশ স্থলে ব্যানার ফেস্টুনসহ ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। সমাবেশ স্থলের আশপাশের রাস্তায় এ উপলক্ষে বড় তোরণ নির্মাণ করা হয়। সমাবেশে প্রায় অর্ধলক্ষ লোক উপস্থিত ছিল বলে আয়োজকরা দাবি করেছেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৭/০১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.