এইমাত্র পাওয়া

মাধবপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতি পুনর্গঠিত

হবিগঞ্জঃ মাধবপুরে সৈয়দ সঈদ উদ্দীন হাইস্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মিজানুর রহমানকে সভাপতি, জগদীশপুর যোগেশ চন্দ্র হাইস্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক ফখরুজ্জামানকে (৫৪ ভোট) সাধারণ সম্পাদক, ছাতিয়াইন বিশ্বনাথ হাইস্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক কাজী সাইফুল আলমকে (৭৪ ভোট) সাংগঠনিক সম্পাদক ও মনতলা উচ্চবিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা খলিলুর রহমানকে (৬৩ ভোট) কোষাধ্যক্ষ করে মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতি পুনর্গঠিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (৪ জানুয়ারি) নোয়াপাড়া সৈয়দ সঈদ উদ্দীন হাইস্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সৈয়দ সঈদ উদ্দীন হাইস্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মিজানুর রহমান। আলোচনায় অংশ নেন আন্দিউড়া উম্মেতুন্নেসা হাইস্কুলের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, দেবপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক তাসাদ্দুক আহাম্মেদ, পিডিবি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন, সৈয়দ সঈদ উদ্দীন হাইস্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম,অপরূপ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান বাহার।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহীন মিয়া। পরে শিক্ষকদের মতামত সাপেক্ষে মিজানুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি মনোনীত হন। সাধারণ সম্পাদক পদে ৩ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন ও কোষাধ্যক্ষ পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৪০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। পিডিবি হাইস্কুলের প্রধান শিক্ষক মো. আবুল হোসেন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ৫ জন সদস্যের নির্বাচন পরিচালনাকারী প্যানেলের নেতৃত্ব দেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৫/০১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.