নিউজ ডেস্ক।। কয়েকদিন ধরে সারাদেশের বিভিন্ন জেলার ওপর বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এ প্রবাহ আরও তিন-চার অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (০৩ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ স্বাক্ষরিত ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, সারাদেশে থাকবে ঘন কুয়াশার চাদর। আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হওয়ার পরই তাপমাত্রা বাড়তে পারে।
শুক্রবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তখন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, আকাশ পরিষ্কার থাকার কারণে হিমালয়ের দিক থেকে আসা ঠান্ডা বাতাস উত্তরের জেলাগুলোর ওপর দিয়ে বয়ে যাচ্ছে। যার ফলে জানুয়ারিতে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ হতে পারে।
তবে বৃষ্টির পর দেশের পশ্চিমাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দেশের অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.