ঢাকাঃ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস বলেছেন, সরকারের চেয়ে ব্যক্তির ক্ষমতা বেশি। আর মানুষের ব্যক্তি সত্তা জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব। শুধু ব্যক্তি নয় জনস্বার্থে ব্যবসা করা উচিত এবং সামাজিক ব্যবসার মাধ্যমে পরের স্বার্থ রক্ষা সম্ভব।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সমাজসেবা অধিদপ্তরের আয়োজিত ওয়াকাথন ও সমাজসেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ড. ইউনূস মনে করিয়ে দেন যে সমাজসেবা শুধুমাত্র একটি মন্ত্রণালয়ের কাজ নয়; এটি প্রতিটি মানুষের দায়িত্ব।
তিনি বলেন, সমাজসেবা মন্ত্রণালয়ের কাজ হলো মানুষকে মনে করিয়ে দেওয়া যে সমাজের প্রতি সেবা ও দায়িত্ব পালন সবার কর্তব্য। এ দিবসটি পালনের উদ্দেশ্য হলো যেন দেশের সবাই এই দায়িত্ব ভুলে না যায়।
ড. ইউনূস আরও উল্লেখ করেন, শুধু ব্যক্তিগত কল্যাণ নয়, জনস্বার্থেও কাজ করা উচিত। সামাজিক ব্যবসার মাধ্যমে মানুষের সেবা নিশ্চিত করা সম্ভব। ব্যক্তি যখন নিজের শক্তি কাজে লাগায় এবং অন্যদের কল্যাণে কাজ করে, তখনই সমাজে ইতিবাচক পরিবর্তন আসে।
তিনি আশাবাদ প্রকাশ করেন যে জাতীয় সমাজসেবা দিবসের মাধ্যমে দেশের সব স্তরের মানুষ নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হবে। ‘এই আহ্বান সবার কাছে পৌঁছাবে,’ বলেন ড. ইউনূস।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০২/০১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.