নিজস্ব প্রতিবেদক।।২০২৫ শিক্ষাবর্ষের বিভিন্ন শ্রেণীর নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে ঝালকাঠির নলছিটিতে। আজ পয়লা জানুয়ারি ২০২৫ উপজেলার সরকারি মার্চেন্ট মাধ্যমিক বিদ্যালয়, নান্দীকাঠি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও নান্দিকাটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বই বিতরণ করেন নলছিটি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু: আনোয়ার আজীম,উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: বদরুল আমিন। নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক ও সাংবাদিক মিলন কান্তি দাসের সঞ্চালনায় ও প্রধান শিক্ষক মোঃ জলিলুর রহমান আকন্দের সভাপতিত্বে বক্তব্য রাখেন একাডেমিক সুপারভাইজার মোঃ বদরুল আমিন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার আজীম।
বক্তারা তাদের বক্তৃতায় সকল বই জানুয়ারির শুরুতে না পাওয়ার কারণ ব্যক্ত করেন। তারা জানান পরিবর্তিত পরিস্থিতিতে বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা প্রচলনের উদ্দেশ্যে আগের বই বাতিল করে নতুন বই ছাপাতে একটু সময়ের প্রয়োজন। এখন চাকরি ক্ষেত্রে কোন বৈষম্য থাকবে না। মেধার ভিত্তিতে সকলে চাকরি পাবে না এবং সকল ছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা বিতর্কে প্রতিযোগিতা অনুষ্ঠান উপস্থাপনা এসব বিষয়ে মনোযোগী হওয়ার আহ্বান জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও শিক্ষাবার্তা পত্রিকার সম্পাদক মন্ডলীর সদস্য বিন-ই-আমিন সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ।
শিক্ষাবার্তা /এ/০১/০১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.