ঢাকাঃ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) পিএইচডি স্কলারশিপ দেবে। এ জন্য সকল পাবলিক, প্রাইভেট বিশ্ববিদ্যালয় (শুধু স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে, এমন বিশ্ববিদ্যালয়), সরকারি কলেজ, এমপিও এবং মেধাবী শিক্ষার্থীদের নিকট থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করেছে ইউজিসি। ইউজিসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক বছরে সর্বাধিক ৭৫ জনকে এ ফেলোশিপ প্রদানের সুযোগ আছে।
ইউজিসি পিএইচডি ফেলোশিপ আবেদন ফরম, তথ্য ছক, বিজ্ঞপ্তি ও নীতিমালা মিলবে ইউজিসির www.ugc.gov.bd ওয়েবসাইটে। কমিশনের নির্দিষ্ট ছকে (Proforma) যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্রের হার্ডকপি এবং সফটকপি ই-মেইলে (director_research@ugc.gov.bd) আগামী ৩১-১২-২০২৪ তারিখের মধ্যে অবশ্যই পরিচালক, রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন ডিভিশন, ইউজিসি, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭ বরাবর প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩০/১২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.