বিন-ই-আমিন।।“এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই”- শ্লোগানে সারাদেশে ন্যায় ঝালকাঠিতে অনুষ্ঠিত হলো তারুণ্যের উৎসব-২০২৪। ৩০ ডিসেম্বর (সোমবার) সকাল ১০টায় দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে আলোচনার আয়োজন করে। অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) মো. রুহুল আমিন’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. আশ্রাফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেন,জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান সহ বিভিন্ন দপ্তরের প্রধান ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃব্যে জেলা প্রশাসক বলেন, সকল আন্দোলনের অগ্রভাগে ছিলো তরুনরা। রাষ্ট্রসংস্কার তরুণদের মাধ্যমে হবে।
আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, বীর মুক্তিযোদ্ধা সত্যবান সেনগুপ্ত, আল-আমীন তালুকদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তাসনিয়া তাহা,খালেদ সাইফুল্লাহ প্রমূখ।
ঝালকাঠির নলছিটি উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব-২০২৪ এর উদ্ধোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নলছিটি উপজেলা অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিউলি পারভীন, নলছিটি থানার ওসি আব্দুস সালাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুখ: আনোয়ার আজীম,প্রাথমিক শিক্ষা অফিসার শিরিন আক্তার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,মুক্তিযোদ্ধা,সাংবাদিক ,সুধীজন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
শিক্ষাবার্তা /এ/৩০/১২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.