এইমাত্র পাওয়া

আগে দেশ সংস্কার করা হবে তারপর নির্বাচন: উপদেষ্টা আসিফ

ঠাকুরগাঁওঃ  গণঅভ্যুত্থান যে এক দফা ছিল সে এক দফা স্বৈরাচারি শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে।

বাংলাদেশের সকল প্রতিষ্টানগুলোকে প্রায় ধ্বংশ করা হয়েছে। শুধুমাত্র একটা নির্বাচনের জন্য এতগুলো মানুষ জীবন দেইনি। দুই সহস্রাধিকের বেশি মানুষ জীবন দিয়েছে। ২০ হাজারের বেশি মানুষ আহত হয়েছে।

নিহত ও আহত পরিবারগুলো দেশের নানা সংস্কারের কথা বলেছেন আমরা সংস্কারের দাবীগুলো পূরণ করব তারপর নির্বাচন।

বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৯ টায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এসময় বালিয়াডাঙ্গী বাসী পৌরসভার দাবী নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, পৌরসভা নিয়ে একটা রিভিও চলছে। দেশের কিছু পৌরসভা বাদ দিয়ে নতুন করে কিছু পৌরসভা করা হবে।

এসময় তিনি বলেন, আমাদের দেশে প্রায় ৪০ শতাংশ রাস্তা পাঁকা করণের বাকী আছে। এবং বালিয়াডাঙ্গী উপজেলাতে প্রায় ৩০ শতাংশ রাস্তা পাঁকা করণের বাকী আছে।

বালিয়াডাঙ্গীকে যাতে দ্রুত জাতীয় পর্যায়ের সমপরিমানে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে আমরা কাজ করব। এছাড়াও শিক্ষার মান বৃদ্ধির জন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টান ভবণ নির্মাণসহ যে কাজগুলো আছে এবং বালিয়াঙ্গীতে একটা লাইব্রেরি স্থাপনা করার জন্য এবং উপজেলা পরিষদকে স্থানীয় সরকারের পক্ষ থেকে ৫০ লাখ টাকা দেওয়া হবে।

সামনের দিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় আওতাধীন যে কোন সমস্যা নিয়ে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের মাধ্যমে মন্ত্রণালয়কে জানাবেন আমরা বিশেষ গুরুত্ব আরোপ করব।

তিনি আরো বলেন, বিগত সরকারের আমলে উত্তরবঙ্গের জেলাগুলো উন্নয়নের দিক থেকে অবহেলিত ছিল। শুধুমাত্র কিছু কিছু জায়গায় উন্নয়ন সীমাবদ্ধ ছিল।

যে অঞ্চলগুলো বৈষম্যশিকার হয়েছে অন্তবর্তীকালীন সরকার সেসব অঞ্চল গুলোকে বেশি গুরুত্ব দিবে। আমরা কিছু দীর্ঘমেয়াদী প্রকল্প হাতে নেবো।

যা এ সরকারের মেয়াদ শেষ হলেও জনগণ সেগুলো সুফল ভোগ করবে। সরকারের যে সংস্কারের এজেন্ডা গণঅভ্যুত্থানে যারা শহিদ ও আহত হয়েছে তাদের যে চাওয়া-পাওয়া সে সংস্কার কার্যক্রমে একটি সুন্দর বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে আপনাদের সহযোগিতা প্রয়োজন।

এসময় মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত) লিজা বেগম, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস প্রমুখ।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৫/১২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.