এইমাত্র পাওয়া

যশোর বোর্ডের নতুন পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো: আব্দুল মতিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ যশোর শিক্ষা বোর্ডের নতুন পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে প্রেষণে পদায়ন পেয়েছেন অধ্যাপক ড. মো: আব্দুল মতিন। তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং রাজশাহী সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে (ইনসিটু) কর্মরত ছিলেন। 

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোছা. রেবেকা সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে এ পদে পদায়ন করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বি.সি.এস. (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক ড. মো: আব্দুল মতিন পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে প্রেষণে বদলি/পদায়ন করা হলো। 

তিনি আগামী ২৬/১২/২০২৪ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখ অপরাহ্নে তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন।  আবশ্যিকভাবে তার পিডিএস এ লগইনপূর্বক অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া
সম্পন্ন করবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো। 

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৯/১২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.