এইমাত্র পাওয়া

সহপাঠীকে ইভটিজিং করার প্রতিবাদ করায় দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত

পটুয়াখালীঃ পটুয়াখালীর বাউফলে সহপাঠীকে ইভটিজিং করার প্রতিবাদ করায় দিবসের অনুষ্ঠানে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে বখাটেরা।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ওই কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সাব্বির হোসেন ও জহির উদ্দিন।

কলেজের অধ্যক্ষ এনায়েত হোসেন জানান, কলেজের ক্রীড়া অনুষ্ঠানে বহিরাগত আলভি ও রিশাদ কলেজের এক ছাত্রীকে ইভটিজিং করে। তাৎক্ষণিকভাবে বিষয়টির প্রতিবাদ করেন ওই ছাত্রীর সহপাঠীরা, ফলে আলভি ও রিশাদকে কলেজ প্রাঙ্গণ থেকে বের করে দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে আজ বিজয় দিবসের অনুষ্ঠানের সময় ১০-১৫ জন বহিরাগত হামলা চালায়। এ সময় তাদের ছুরিকাঘাতে ওই কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সাব্বির হোসেন ও জহির উদ্দিন আহত হন।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৬/১২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.