চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি শিক্ষা সংস্কার কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আপনারা অনেক সংস্কার কমিশন গঠন করেছেন। শিক্ষা সংস্কার কমিশন গঠন করেননি। আমরা বলি শিক্ষা জাতির মেরুদণ্ড। অথচ মেরুদণ্ডের সংস্কার করি না।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে ——৫–৪ তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে সমাজবিজ্ঞান মিলনায়তনে আলোচনা সভায় এই আহ্বান জানান উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার ।
উপাচার্য আরো বলেন, বিজয় দিবসের আলোচনা করতে গিয়ে শিক্ষার্থীরা অনেক দাবির কথা জানালেন। আমি সব দাবিগুলোকে স্বাগত জানাই। কিন্তু একটা দাবির কথা কেউ বললেন না। দাবিটির কথা বললে আমি খুব খুশি হতাম। কেউ যখন জানালেন না। আমি অভিভাবক আমিই জানাই। বর্তমান সরকার অনেক সংস্কারের কমিশন গঠন করেছেন। কিন্তু শিক্ষা সংস্কার কমিশন গঠন করেন নি। অবিলম্বে একটি শিক্ষা সংস্কার কমিশন গঠন করেন।
উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার বলেন, যদি আপনারা শিক্ষা সংস্কার কমিশন গঠন করেন তাহলে অন্যান্য কমিশনের সংস্কার কাজ অনেক সহজ হয়ে যাবে। কারণ আপনাদের যত সিভিল সার্ভিস কর্মকর্তা,কাস্টমস অফিসার,পুলিশ অফিসার সবাই শিক্ষার মধ্য দিয়ে এই পদগুলোতে যাচ্ছে। এখান থেকে যদি তারা বিশৃঙ্খলা, ধাওয়া পাল্টা ধাওয়া, মারামারি, টেন্ডারবাজি,চাঁদাবাজি,টর্চার সেল দেখে যায় তাহলে আপনার অন্যান্য গঠন করা কমিশনগুলো ম্লান হয়ে যাবে। ঐখানে গিয়ে তারা এসবই চর্চা করবে।
উপাচার্য বলেন, শিক্ষা সংস্কার কমিশন গঠন করলে এখানে তারা শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, সময়মতো পরীক্ষা,ফলাফল দেখে যায় তাহলে তারা পরবর্তী জীবনে এই শৃঙ্খলা চর্চা করবে। তাই আমি বলব যদি শিক্ষা সংস্কারই করতে চান তাহলে শিক্ষা সংস্কারকে সবার আগে অগ্রাধিকার দিতে হবে।
এর আগে, বিজয় দিবস উপলক্ষে স্বাধীনতা ভাস্কর্য চত্বরে রাত ১২.০১ টায় বিউগলের সুরে শহীদদের স্মরণ করা হয়। সকালে বিজয়ের প্রতীক হিসেবে লাল ব্যাজ ধারণ, স্বাধীনতা স্মারক ভাস্কর্যে পুষ্পার্ঘ্য অর্পণ এবং বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়, যা সমাজবিজ্ঞান অনুষদে গিয়ে শেষ হয়। এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা।
এরপর সমাজবিজ্ঞান মিলনায়তনে ‘বর্তমান বাংলাদেশে বিজয় দিবসের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় প্রক্টর প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ এর সঞ্চালনায় সভাটিতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপ-উপাচার্য (প্রশাসনিক) প্রফেসর ড. কামাল উদ্দিন। এছাড়াও সভায় উপস্হিত ছিলেন বিভিন্ন অনুষদের ডীন, প্রভোস্ট, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা। সভায় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা, শহীদদের আত্মত্যাগ এবং স্বাধীনতা অর্জনের গৌরবগাঁথা তুলে ধরেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৬/১২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.