জয়পুরহাটঃ জয়পুরহাটের আক্কেলপুর মহিলা কলেজে গত চার মাসে তিনবার অ্যাডহক কমিটির সভাপতি পরিবর্তন করে পত্র দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়। এতে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি দেখা দেওয়াই তারা পূর্বের সভাপতি রিয়াদ মো. জিয়াউদ্দিন চৌধুরীকে পূণর্বহালের দাবিতে মানব বন্ধন করেছেন।
রবিবার দুপুরে কলেজের সামনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আক্কেলপুরবাসীর ব্যানারে তারা এই মানব বন্ধন করেন। মানব বন্ধনে বর্তমান সভাপতি মাহমুদুর মোস্তাকিন নিশাতকে বহিরাগত অ্যাখ্যা দিয়ে অবাঞ্চিত ঘোষনা করেন তারা।
মানব বন্ধনে শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, ৫ অক্টোবরের পর দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বিলুপ্তের পর থেকে এই কলেজে পর পর তিন বার সভাপতি পরিবর্তন করেছে জাতীয় বিশ্ব বিদ্যালয়। স্থানীয় যোগ্য ব্যক্তিদের অ্যাডহক কমিটিতে স্থান না দিয়ে বার বার বহিরাগতদের সভাপতি করা হচ্ছে। এই প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ফেরাতে পূর্বের সভাপতি রিয়াদ মো. জিয়াউদ্দিন চৌধুরীকে পূণর্বহাল করতে হবে। এই প্রতিষ্ঠানে তাঁর অনেক অবদান রয়েছে।
একাদশ শ্রেণির শিক্ষার্থী রিনি ফারহানা ইলমা বলেন, বাহির থেকে এসে কোন সভাপতি আমাদের জন্য ভাল কাজ করতে পারবে না। পূর্বের সভাপতি রিয়াদ মো. জিয়াউদ্দিন চৌধুরী এই কলেজের জন্য অনেক অবদান রেখেছেন। তাই আমরা আবারও তাঁকে সভাপতি হিসাবে দেখতে চাই। বহিরাগত কাউকে আমরা সভাপতি চাইনা।
তৌফিক আরা নামের এক প্রভাষক বলেন, আমাদের এই কলেজের উন্নয়নের জন্য পূর্বের সভাপতি রিয়াদ মো. জিয়াউদ্দিন চৌধুরীকে চাই। আমরা বহিরাগত কাউকে সভাপতি হিসাবে চাইনা।
আক্কেলপুর মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবিদা সুলতানা কুইন বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা রিয়াদ মো. জিয়াউদ্দিন চৌধুরীকে সভাপতি হিসাবে দেখতে চায়। কারণ এই প্রতিষ্ঠান এমপিও ভুক্ত থেকে শুরু করে কলেজের উন্নয়নে তাঁর অনেক অবদান আছে। জাতীয় বিশ্ববিদ্যালয় বার বার কমিটি পরিবর্তন করায় আমরা বিব্রতকর অবস্থার মধ্যে আছি। স্থানীয় মানুষ ও সমাজসেবী হিসাবে সে সভাপতি হলে এই প্রতিষ্ঠানের আরও উন্নয়ন হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/১২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.