এইমাত্র পাওয়া

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। প্রকৌশল গুচ্ছ থেকে বেরিয়ে এবার এককভাবে ভর্তি পরীক্ষা নেবে বিশ্ববিদ্যালয়টি। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) চুয়েটের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লিখিত পরীক্ষা (গ্রুপ ক ও খ) এবং দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে বেলা ১টা ৪৫ মিনিট পর্যন্ত মুক্তহস্ত অঙ্কন (গ্রুপ খ) অনুষ্ঠিত হবে।ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে পারবে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

জানা যায়, ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ নিয়ে ‘ক’ গ্রুপ; ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ নিয়ে ‘খ’ গ্রুপ গঠিত রয়েছে।

ভর্তি পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে উচ্চমাধ্যমিক বা আলিম অথবা সমমানের পরীক্ষায় পদার্থবিজ্ঞান, গণিত, রসায়ন ও ইংরেজি বিষয় মিলিয়ে ন্যূনতম গ্রেড পয়েন্ট ১৭.৫ থাকলে আবেদন করা যাবে। শুধু বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হতে হলে সংশ্লিষ্ট প্রার্থীকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় জীববিজ্ঞানে কমপক্ষে গ্রেড পয়েন্ট ৪.০০ পেতে হবে।

আবেদনকারীর মধ্য থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ের মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রথম ২০ হাজার প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।

উল্লেখ্য, অনলাইনে ৫ জানুয়ারি (রবিবার) সকাল ৯টা থেকে শুরু হবে চুয়েটের ভর্তি আবেদন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৩/১২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.