এইমাত্র পাওয়া

গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ দুপ্রকের

ব্রাহ্মণবাড়িয়াঃ বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সহযোগী সংগঠন দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর উদ্যাগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচির ৪র্থ দিনে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকালে উপজেলার গোপালপুর উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ ও দশম শ্রেণির ৪৯ জন শিক্ষার্থীর মাঝে স্কেল, টিফিন বক্স, খাতা, ছাতাসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এ সময়, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটি নবীনগর উপজেলা শাখার সভাপতি আবু কামাল খন্দকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মাহাবুব আলম লিটন, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মোবারক হোসেন, নিলুফা আক্তার, সরাজিব আহম্মেদ, সহকারী প্রধান শিক্ষক মো. শহিদুল্লা, সহকারী শিক্ষক মুনমুন সরকার, ছাত্রী মারিয়া সরকার, সততা সংঘের সভাপতি মাওয়া ইসলাম, সেক্রেটারী শেখ আরিফিন রিয়াজ প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত পাঠ করেন ছাত্র ফাহিম উদ্দিন, গীতা পাঠ করেন ছাত্রী বৈশাখী রানী।

দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি মোহাম্মদ হোসেন শান্তি তার স্বাগত বক্তব্যে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে শিক্ষার্থীদের প্রেরনামূল গান গেয়ে কবিতা আবৃত্তি করে ও স্লোগানে অনুষ্ঠানটিকে মুখরিত করে তোলেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৩/১২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.