এইমাত্র পাওয়া

কুয়েটে ভর্তি আবেদন শেষ ১৪ ডিসেম্বর, ভর্তি আসন ১০৬৫

খুলনাঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সে ভর্তিতে আবেদন চলছে। অনলাইনে আবেদন চলছে। এবার সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদসমূহে ১৬টি বিভাগে এক হাজার ৬৫টি আসনে এ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন। আবেদন শেষ ১৪ ডিসেম্বর রাতে।

ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে স্নাতক প্রথম বর্ষ ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিতে অনলাইনে আবেদনসহ ভর্তির বিস্তারিত পাবেন শিক্ষার্থী। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১১ জানুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লিখিত পরীক্ষা এবং দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে বেলা ১টা ৪৫ মিনিট পর্যন্ত মুক্তহস্ত অঙ্কন অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন।

আবেদনের যোগ্যতা—
*আবেদনের ক্ষেত্রে উচ্চমাধ্যমিক/আলিম/ সমমানের পরীক্ষায় পদার্থবিদ্যা, গণিত, রসায়ন ও ইংরেজি বিষয় মিলিয়ে ন্যূনতম গ্রেড পয়েন্ট ১৮ থাকলে আবেদন করা যাবে। বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হতে হলে সংশ্লিষ্ট প্রার্থীকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় জীববিজ্ঞানে কমপক্ষে গ্রেড পয়েন্ট ৪.০০ পেতে হবে।

(প্রার্থী জিসিই ‘ও’ এবং জিসিই ‘এ’ লেভেল পাস করে থাকলে তাঁর ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য জিসিই ‘ও’ লেভেল পরীক্ষায় কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড পেয়ে পাস হতে হবে। জিসিই ‘এ’ লেভেল পরীক্ষায় পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিত বিষয়ের প্রতিটিতে আলাদাভাবে কমপক্ষে ‘বি’ গ্রেড পেয়ে পাস হতে হবে।

পরীক্ষার্থী বাছাইপ্রক্রিয়া
আবেদনকারীর মধ্য থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ের মোট গ্রেড পয়েন্টের ভিত্তিতে একটি মেধা তালিকা প্রকাশ করা হবে। প্রার্থীসংখ্যা বেশি হলে এ তালিকা থেকে প্রথম ২০ হাজার প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।

কোনো বিভাগে কত আসন—
২০২৪-২৫ শিক্ষাবর্ষে পুরকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল ও যন্ত্রকৌশল অনুষদের মোট ১৬টি বিভাগে সংরক্ষিত ৫টিসহ মোট ১ হাজার ৬৫টি আসন রয়েছে।

ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ নিয়ে ‘ক’ গ্রুপ; ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ নিয়ে ‘খ’ গ্রুপ গঠিত।

পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন—
এবারের ভর্তি পরীক্ষায় ২০২৪ সালের উচ্চমাধ্যমিকের পাঠ্যসূচি অনুযায়ী গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজি বিষয়ের ওপর এমসিকিউ পদ্ধতিতে ‘ক’ গ্রুপের জন্য ৫০০ নম্বর এবং ‘খ’ গ্রুপের জন্য ৫০০ নম্বরের এমসিকিউয়ের পাশাপাশি অতিরিক্ত মুক্তহস্ত অঙ্কনের ১০০ নম্বরসহ মোট ৬০০ নম্বরের পরীক্ষা হবে। এ ক্ষেত্রে গণিত, পদার্থবিদ্যা ও রসায়নের প্রতিটিতে ১৫ টি এবং ইংরেজি বিষয়ে ১০টি প্রশ্ন থাকবে। ‘খ’ গ্রুপের জন্য এগুলোর পাশাপাশি মুক্তহস্ত অঙ্কনের জন্য ৪টি অতিরিক্ত প্রশ্ন থাকবে।

আবেদন ফি—
গ্রুপ ‘ক’-তে (ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) আবেদনের ফি ১ হাজার ১০০ টাকা এবং গ্রুপ ‘খ’-তে (ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ) ১ হাজার ২০০ টাকা।

গুরুত্বপূর্ণ তারিখ—
আবেদন গ্রহণ শেষ: ১৪ ডিসেম্বর (শনিবার), রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত

অনলাইনে আবেদন ফি জমা শেষ: ১৫ ডিসেম্বর (রবিবার), বিকেল ৫টা পর্যন্ত

যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ: ৩০ ডিসেম্বর (সোমবার)

ভর্তি পরীক্ষার তারিখ ও সময়: ১১ জানুয়ারি (শনিবার)

পরীক্ষার ফল বা মেধাতালিকা প্রকাশ: ২৬ জানুয়ারি (রোববার)

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৩/১২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.