লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরের রামগতিতে সরকারি প্রথমিক বিদ্যালয় শিক্ষক সমন্বয় বৃত্তি – ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সরকারি প্রাথমিকের পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীরা এ পরীক্ষা অংশ গ্রহন করেন। সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমন্বয় পরিষদের উদ্যোগে বৃত্তি প্রদান পরীক্ষার আয়োজন করে।
বৃহস্পতিবার সকালে আলেকজান্ডার সরকারি পাইলট উচ্চ বিদ্যালের ৬ কক্ষে সকাল দশটা থেকে দুপুর ১২ টা পর্যান্ত একটানা তিন ঘন্টা পর্যান্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়, পরীক্ষায় ৩২৯ জন রেজিষ্ট্রেশন করলেও অংশ গ্রহন করেন ৩২০ শিক্ষার্থী।
প্রথমবার অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় ১০ জনকে ট্যালেনটপুল সনদ ও ৩ হাজার টাকা এবং ২০ সনদপত্র ২ হাজার টাকা করে মোট ৩০ জনকে প্রদান করা হবে।
পরীক্ষার হল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রূপাঞ্জলী কর, সহকারী শিক্ষা অফিসার এটিও আবু ইউসুফ, হরিদাস পাল, তারেক শিমুল, উপজেলা বিএনপির আহবায়ক মোঃ জামাল উদ্দিন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহিম, পৌর জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের, প্রেসক্লাব সভাপতি মোঃ রেজাউল হক, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক বৃন্দ।
ইউএনও সৈয়দ আমজাদ হোসেন পরিদর্শন কালে বলেন প্রতিযোগিতা মুলক শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের আরো যোগ্য করে তুলবে।
তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমন্বয় পরিষদের এ উদ্যোগকে স্বাগত জানাই। ভবিষ্যতে এধরণের উদ্যোগ যেন অব্যাহত থাকে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১২/১২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.