কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাঙ্গা রাজ চন্দ্র রায় উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মইন উদ্দীন সাবেরী এবং সহকারী প্রধান শিক্ষক মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, উপবৃত্তি ও পরীক্ষার ফি’র অর্থ আত্মসাৎ ও নারী কেলেঙ্কারির অভিযোগ এনে অপসারণ দাবি করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টায় তালজাঙ্গা খেলার মাঠে শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী জমায়েত হয়। পরে কিশোরগঞ্জ-তাড়াইল সড়কের দুই পাশে দাড়িয়ে মানববন্ধন কর্মসূচি শুরু করে।
ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তারা প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগের সংশ্লিষ্টতা থাকায় তাদেরকে দ্রুত অপসারণ করে শাস্তির আওতায় আনার দাবি জানান।
বক্তাদের মধ্যে ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ফিরোজ খান লিটন, তালজাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর ফারুক কাঞ্চন এবং তালজাঙ্গা বাজার কমিটির সভাপতি এবিএম নূরুল হুদা। মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আনিত সকল অভিযোগ অস্বীকার করে সহকারী প্রধান শিক্ষক মুস্তাফিজুর রহমান বলেন, সকল অভিযোগ যে মিথ্যা তার স্বপক্ষে আমাদের কাছে প্রমাণাদি রয়েছে। এসব অভিযোগ তদন্তের জন্য ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা একটি তিন সদস্যের কমিটি গঠন করেছেন। যদি আমি দোষী প্রমাণিত হই যে কোনো শাস্তি মাথা পেতে নিব।
তবে প্রধান শিক্ষক মইন উদ্দীন সাবেরী জানান, আমি এই বিদ্যালয়ের ছাত্র ছিলাম এখন আমি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছি। আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ করা হচ্ছে, তার সব মিথ্যা। সমস্ত প্রমাণ আমার কাছে আছে তদন্ত করলে সব কিছু পাওয়া যাবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১০/১২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.